সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ। কিছু জায়গায় হালকা রোদের দেখা মিললেও, দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
কালবৈশাখীর সম্ভাবনা, কোথায় হতে পারে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, ও কলকাতার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।
উত্তরবঙ্গেও সক্রিয় মেঘ, রয়েছে ঝড়-বৃষ্টির আশঙ্কা
শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার—এইসব উত্তরের জেলাগুলিতেও আজ বিকেল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দফতর।
তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে, তবে ভ্যাপসা গরমের ক্লান্তি
তবে একথা স্বস্তিদায়ক যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম টের পাওয়া যাবে। তাই বাইরে বেরোলে সঙ্গে ছাতা রাখা একান্ত প্রয়োজন।
কী বলছেন আবহাওয়াবিদরা?
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। তার ফলেই তৈরি হচ্ছে কালবৈশাখীর সম্ভাবনা। মে মাসের শেষদিকে সাধারণত এমন আবহাওয়া হয়ে থাকে, তবে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনায় সতর্ক থাকা জরুরি।