Today’s Weather : আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘলা। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, এবং দুই ২৪ পরগনায় সকাল থেকেই গুমোট ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলের দিকে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
তাপমাত্রা ও গরমে হাঁসফাঁস
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশের কাছাকাছি, ফলে অস্বস্তিকর গরম অনুভূত হবে। দুপুরের পর তাপপ্রবাহের আশঙ্কা দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে বৃষ্টিপাত চলবে সারাদিন ধরেই। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সতর্কবার্তাও জারি করা হয়েছে। নদী ও পাহাড় ঘেঁষা এলাকায় আজ বিশেষভাবে সাবধান থাকতে বলা হয়েছে পর্যটকদের।
কলকাতায় কোথায় কখন বৃষ্টি?
কলকাতা শহরের উত্তরাংশে বেলা ৩টা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি, দক্ষিণ কলকাতায় সন্ধ্যার দিকে বজ্র-সহ বৃষ্টি নামতে পারে। ট্রাফিক বিঘ্নিত হতে পারে, কিছু নিম্নচাপ এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে।
কী বলছে মৌসম ভবন?
অতিমাত্রায় জলীয় বাষ্প ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের কারণে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার এমনই মিশ্র পরিস্থিতি থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।