TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

শিয়ালদা-কৃষ্ণনগর রুটে এবার এসি লোকাল! যাত্রীদের জন্য স্বস্তির ট্রেন আনল রেল, জেনে নিন ভাড়া ও সুবিধা

পূর্ব রেলের নতুন উদ্যোগে শিয়ালদা থেকে কৃষ্ণনগর রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। জানুন কত ভাড়া, কী কী আধুনিক সুবিধা মিলবে যাত্রীদের এবং কবে থেকে শুরু হবে পরিষেবা।

Debapriya Nandi Sarkar

চলার পথ এবার আরও আরামদায়ক! কলকাতা থেকে কৃষ্ণনগর—দীর্ঘদিনের লোকাল যাত্রায় যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। ভারতীয় রেলের পূর্বাঞ্চল শাখার উদ্যোগে শিয়ালদা থেকে কৃষ্ণনগর রুটে প্রথমবারের মতো চালু হতে চলেছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন। সাশ্রয়ী ভাড়ায় আধুনিক পরিষেবা মিলবে সাধারণ যাত্রীদের জন্য।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ভাড়া যত, সুবিধা তার চেয়েও বেশি

এই নতুন এসি লোকাল ট্রেনের ভাড়া রাখা হয়েছে যথেষ্ট যুক্তিসংগত। শিয়ালদা থেকে দমদম যেতে লাগবে মাত্র ₹29। বাধারকপুরের জন্য ভাড়া ₹56, আর কৃষ্ণনগর অবধি গেলে গুনতে হবে ₹132। প্রতিদিনের পাশাপাশি সাপ্তাহিক, ১৫ দিনের ও মাসিক টিকিটের ব্যবস্থাও থাকবে, যা নিত্যযাত্রীদের জন্য বেশ সুবিধাজনক।

মেট্রো-স্টাইলে নিরাপত্তা ও প্রযুক্তির সংযোজন

নতুন এই ট্রেনে যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মেট্রোর মতো এখানেও দরজা শুধুমাত্র স্টেশনে দাঁড়ানোর সময় খোলা ও বন্ধ হবে। সব কোচে থাকবে CCTV নজরদারি, টকব্যাক সিস্টেম এবং GPS-চালিত ঘোষণা ও দিক নির্দেশনার বোর্ড। এর ফলে যাত্রীরা পাবেন প্রযুক্তিনির্ভর ও নিরাপদ অভিজ্ঞতা।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পরীক্ষামূলক পর্যায়ে এক রেক, পথে আরও একটি

বর্তমানে এক রেক ট্রেন পরীক্ষামূলকভাবে প্রস্তুত। আরেকটি রেক আনার কাজ চলছে, যাতে যাত্রীচাপ সামলাতে কোনও সমস্যা না হয়। ট্রেন কবে থেকে নিয়মিত চালু হবে, সেই তারিখ এখনও নির্ধারিত না হলেও পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই সময়সূচি ঘোষণা করা হবে।

নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি

প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন শিয়ালদা-কৃষ্ণনগর রুটে। ভিড়, গরম এবং অসুবিধার মাঝেও ট্রেনে ওঠেন তাঁরা। এবার এসি লোকাল চালু হলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষত অফিস টাইমে এই ট্রেন নিত্যযাত্রীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। রেল আধিকারিকরা জানাচ্ছেন, “নতুন এসি লোকাল যাত্রীদের আরাম ও নিরাপত্তা দুই-ই দেবে। যাঁরা খরচ একটু বেশি করে আরাম চান, তাঁদের জন্য এই পরিষেবা আদর্শ।”

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।