TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Weather Forecast : সপ্তাহের শুরুতেই জলজ্যান্ত চমক! সোমবার বৃষ্টি নাকি রোদ্দুর? জানুন আবহাওয়ার খুঁটিনাটি

২৩ জুন সোমবার সকাল থেকে বিকেল—আকাশের মুখ কেমন থাকবে? কখন আসবে বৃষ্টি, কোথায় হবে বজ্রবিদ্যুৎ, আর কোন এলাকায় থাকবেন সাবধানে—জেনে নিন আজকের বিশদ আবহাওয়ার পূর্বাভাস।

Debapriya Nandi Sarkar

Weather Forecast : সপ্তাহের প্রথম দিন মানেই একরাশ ব্যস্ততা আর নতুন পরিকল্পনার ছক। শহর জুড়ে সোমবার সকালটাও ছিল ঠিক তেমনই। আকাশে নরম রোদের আলো, হালকা মেঘের আনাগোনা—সব মিলিয়ে এক প্রশান্ত সকাল। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই শান্ত ছবিটা দুপুরের পর বদলে যেতে পারে একেবারেই অন্য রূপে। কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে প্রবল বৃষ্টি—আজ সোমবার, ২৩ জুন জুড়ে রাজ্যের একাধিক জেলার আকাশে জমতে চলেছে রীতিমতো জলজ্যান্ত নাটক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

সকালে অপেক্ষাকৃত স্বস্তিদায়ক

সকালটা অবশ্য স্বস্তিদায়কই ছিল। কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল ৭টা থেকে ১১টার মধ্যে আকাশ ছিল মেঘলা ও বাতাস ছিল তুলনামূলকভাবে ঠান্ডা। তাপমাত্রা ছিল প্রায় ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গরমের চাপে হাঁসফাঁস না করে অনেকেই সকালটা কাজে লাগান হাঁটাহাঁটি বা বাজার সারার জন্য। তবে এই স্বস্তির ছায়া বেশি সময় স্থায়ী হবে না, এমনটা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর।

দুপুর বাড়তেই বাড়বে অস্বস্তি

বেলা যত গড়াবে, ততই আকাশে মেঘের ঘনত্ব বাড়বে। দুপুর ১টা থেকে ৪টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও উত্তর কলকাতার আকাশে ছড়াবে ঘন কালো মেঘ। এই সময়ের মধ্যেই বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে, বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় শহরের রাস্তায় যাঁরা থাকবেন, বিশেষত বাইক চালকরা, তাঁদের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। হেলমেটের সঙ্গে রেইনকোট রাখা এখন অত্যাবশ্যক।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা

বিকেল ৫টার পর থেকে রাত ৮টা পর্যন্ত হুগলি, নদিয়া, বর্ধমান ও মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই সময় শহরের ব্যস্ত এলাকাগুলিতে জল জমে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা। অফিস ফেরত যাত্রী কিংবা গৃহস্থালির কাজে বাইরে বেরোনো মানুষের জন্য এই সময়টা বেশ কঠিন হয়ে উঠতে পারে। nঅনেকেই সন্ধ্যাবেলা শপিং, পার্টি বা চিকিৎসাজনিত কাজে বের হন। তাঁদের কাছে আজকের আবহাওয়া সত্যিই এক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

উত্তরের জেলাগুলিতে স্বস্তির আভাস

উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় দিনভর আবহাওয়া থাকবে তুলনামূলক শুষ্ক। তবে সন্ধ্যার পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে, যা মানসিক ও শারীরিকভাবে অনেকটাই আরামদায়ক।

সোমবার মানেই নতুন সপ্তাহের শুরু। আর সেই শুরুতেই যদি প্রকৃতির এমন চমক থাকে, তবে অপ্রস্তুত থাকলে ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। আজকের দিনটা তাই পরিকল্পনার আগে আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। একটু প্রস্তুতি আপনাকে ভিজে যাওয়া জামা বা আটকে পড়া ট্রাফিক থেকে বাঁচাতে পারে। সতর্ক থাকুন, ছাতা সঙ্গে রাখুন। আকাশের মন আজ যে একেবারেই পূর্বানুমানের বাইরে যেতে পারে, তার ইঙ্গিত তো সকাল থেকেই মিলছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।