TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

July 2025 Ration Rule : জুলাই থেকে শুধু লাইনে দাঁড়ালেই পাবেন না রেশন, জারি হচ্ছে নতুন নিয়ম

জুলাই ২০২৫ থেকে রেশন তুলতে বাধ্যতামূলক করা হচ্ছে মোবাইল OTP ও ফেস রিকগনিশন। জালিয়াতি আটকাতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ, চালু হচ্ছে ব্লকস্তরে রেজিস্ট্রেশন ক্যাম্প।

Debapriya Nandi Sarkar

July 2025 Ration Rule : রাজ্যজুড়ে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। ২০২৫ সালের জুলাই মাস থেকে রেশন কার্ডধারীদের জন্য চালু হতে চলেছে দ্বি-স্তরীয় যাচাই ব্যবস্থা—যেখানে মোবাইলে আসা OTP ও মুখের ছবি (ফেস রিকগনিশন) মিলিয়ে নিশ্চিত করা হবে কার্ডধারীর পরিচয়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

জালিয়াতি আটকাতেই কড়াকড়ি

খাদ্যসামগ্রী বিতরণে জালিয়াতি রুখতে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বহুক্ষেত্রে দেখা গেছে, প্রকৃত গ্রাহকের নাম ব্যবহার করে অন্য কেউ রেশন সংগ্রহ করছে। এবার থেকে তেমনটা আর হবে না। OTP যাবে আধার নম্বর-সংযুক্ত মোবাইলে, আর মুখের ছবি মিলবে আধার তথ্যভাণ্ডারের সঙ্গেই।

পাইলট সফল, এবার রাজ্যজুড়ে সম্প্রসারণ

২০২৪ সালে কানপুর নগরের সরসৌল ও বিধানু ব্লকে এই প্রযুক্তির পাইলট চালু হয়। সাফল্যের সঙ্গে তা কার্যকর হয় বলে জানা গেছে। ২০২৫ সালের জুন পর্যন্ত শুধুমাত্র কানপুর নগরেই e-KYC প্রক্রিয়ায় অংশ নিয়েছেন লক্ষাধিক মানুষ। সরকারি তথ্য অনুযায়ী, সেখানে অগ্রগতি ইতিমধ্যেই ৪৫.৩৪ শতাংশ ছুঁয়েছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

নতুন রেশন কার্ডেও বাধ্যতামূলক

আগামী ১ আগস্ট ২০২৫ থেকে যাঁরা নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করবেন, তাঁদের জন্য ফেস রিকগনিশন বাধ্যতামূলক থাকছে। যাঁরা পুরনো কার্ডধারী, তাঁদেরও নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

রেজিস্ট্রেশন ক্যাম্প ও মনিটরিং

ব্লক ও পঞ্চায়েত স্তরে রেজিস্ট্রেশন ক্যাম্প খোলার নির্দেশ দিয়েছে প্রশাসন। দৈনিক ভিত্তিতে মনিটরিং হবে কোথায় কতজন রেজিস্ট্রেশন করলেন বা ফেস যাচাই করলেন। অগ্রগতিতে পিছিয়ে থাকা জেলার মধ্যে বাড়াউন ও বাহরাইচ-এর নাম উঠে এসেছে, যেখানে ফোকাস বাড়াতে বলা হয়েছে।

কী লাভ হবে এই নতুন ব্যবস্থায়?

সরকার মনে করছে, এই উদ্যোগের ফলে রেশন ব্যবস্থার স্বচ্ছতা বাড়বে, প্রকৃত উপভোক্তারাই সুবিধা পাবেন। জালিয়াতি ও বেআইনি রেশন বণ্টন রোখা সম্ভব হবে। পাশাপাশি, একাধিক ফরমে বা নাম ভাঙিয়ে রেশন তোলার প্রবণতাও বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।