গরমে যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই ফের একবার বাংলার আকাশে জমেছে কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে একটু হালকা থাকলেও দুপুর গড়াতেই বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। ফলে ছাতা ছাড়া আজ বেরনো উচিত হবে না।
দক্ষিণবঙ্গের কী অবস্থা থাকবে আজ?
বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া ও ঝাড়গ্রাম, এই সব জেলাগুলিতে আজ বিকেল থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় থাকতে পারে কালবৈশাখীর প্রকট রূপ। হাওয়ার বেগ ৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত বাড়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গের পরিস্থিতিও কম নয়!
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরেও আজ ঝেঁপে বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অনেক জায়গায়। ফলে পাহাড়ি অঞ্চলেও আজ সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আরও গরম আসছে! বুধবার থেকে তাপমাত্রা বাড়বে
যদিও আজ বৃষ্টি হতে পারে, তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে গরম আবার জোর কদমে ফিরে আসবে। কলকাতা, নদীয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা ক্রমে বাড়বে বলে পূর্বাভাস। দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা থাকায় বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের আজ সতর্ক থাকার পরামর্শ।
সংক্ষেপে বললে, দক্ষিণ ও উত্তরবঙ্গ—দু’জায়গাতেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কিন্তু ছাড়ছে না। বরং আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই আজ দিনের শুরুটা যেমনই হোক না কেন, ছাতা আর পানির বোতল সঙ্গে রাখাই ভাল।