মুর্শিদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এক ট্যুইটের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
“হীরকের রানী ভগবান”—কী বললেন তরুণজ্যোতি?
তরুণজ্যোতি তাঁর ট্যুইটে লিখেছেন, “যায় যদি যাক প্রাণ, হীরকের রানী ভগবান!” আজ সেটা কালীঘাটের ‘রানী’-র জন্যই যেন প্রযোজ্য। চন্দন দাস ও হরগোবিন্দ দাস যখন খুন হন, তখন পরিবার বারবার ফোন করেও পুলিশকে পায়নি। কিন্তু এখন, সেই পরিবারকে জোর করে মুর্শিদাবাদে নিয়ে যেতে আসে পুলিশ—শুধু যেন তারা বলেন, “মুখ্যমন্ত্রী দয়াময়ী!”
কারা কিডন্যাপ করল? পুলিশের অভিযোগ বনাম পরিবারের দাবি
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ওই পরিবারকে বিজেপি ‘কিডন্যাপ’ করেছে।
কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশই নাকি জোর করে তাদের নিয়ে যেতে এসেছিল।
এই নিয়েই তৈরি হয়েছে জোরদার চর্চা।
“মিথ্যার এত নাটক আগে দেখা যায়নি”
তরুণজ্যোতির ট্যুইটের আরও একটা অংশে লেখা ছিল, “মিথ্যার এত নাটক আগে কোথাও দেখা যায়নি। এমন একজন মিথ্যাবাদীর জন্ম হয়, যখন দুই লক্ষ মিথ্যাবাদী আর তিন লক্ষ শকুন একসাথে মরে।”
এই কথাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গেছে।
মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন
মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে আসেন, তিনি সব ধর্মের, সব মানুষের পাশে আছেন। কিন্তু বিরোধীরা বারবার তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।
মুর্শিদাবাদের এই ঘটনাতেও সেই প্রশ্ন উঠে এসেছে। এখন দেখার, মুখ্যমন্ত্রী কী বলেন বা কী করেন।
“যায় যদি যাক প্রাণ, হীরকের রানী ভগবান!”
আজ সেটা কালীঘাটের ‘রানী’-র জন্যই যেন প্রযোজ্য।
চন্দন দাস ও হরগোবিন্দ দাস যখন খুন হন, তখন পরিবার বারবার ফোন করেও পুলিশকে পায়নি।
কিন্তু এখন, সেই পরিবারকে জোর করে মুর্শিদাবাদে নিয়ে যেতে আসে পুলিশ—শুধু যেন তারা বলেন, “মুখ্যমন্ত্রী…— Tarunjyoti Tewari (@tjt4002) May 5, 2025