TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ডিএ মামলায় ‘জয়’ রাজ্যের? সুপ্রিম কোর্টে শুনানির আগেই বড় দাবি কর্মী সংগঠনের!

ডিএ মামলার শুনানি এবার তালিকার শীর্ষে! তার আগেই সরকারি কর্মীদের একাংশ দাবি করলেন, রাজ্য ইতিমধ্যেই মামলা জিতে গিয়েছে! কী বলছেন কর্মী নেতারা? বিশদে পড়ুন।

Debapriya Nandi Sarkar

ডিএ মামলাকে ঘিরে আবারও উত্তেজনার পারদ চড়ছে বাংলায়। একদিকে আগামী ৭ মে সুপ্রিম কোর্টে মামলার শুনানি নির্ধারিত, অন্যদিকে তার আগেই বড়সড় দাবি তুলে দিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ—তাঁদের মতে, ডিএ মামলায় ইতিমধ্যেই ‘জয়’ পেয়ে গিয়েছে রাজ্য সরকার!

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

মামলা দীর্ঘ করাই ছিল সরকারের কৌশল?

সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর দাবি, “রাজ্য সরকার চেয়েছিল মামলা যেন যতটা সম্ভব দীর্ঘায়িত হয়—তাতে তারা সফলও হয়েছে। আর সেই কারণেই আমরা বলছি, ডিএ মামলায় জয় পেয়েছে রাজ্য।”

তিনি আরও জানান, শিক্ষক-অশিক্ষক, বোর্ড-কর্মচারী, কর্পোরেশনের কর্মীদের বিষয়ে সরকার নিজেই সিদ্ধান্ত নিতে চায়, কে ডিএ পাবেন, আর কে নয়। অথচ, আইন অনুযায়ী সকলেরই এই ভাতার দাবি রয়েছে। মলয়বাবু জানান, এর আগেও সুপ্রিম কোর্টে সরকারের আইনজীবী জানিয়েছিলেন, ডিএ দিতে রাজ্যের খরচ পড়বে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

৭ মে শুনানিতে আশার আলো

এই প্রথমবার, সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি শুনানির তালিকায় রয়েছে ২ নম্বর সিরিয়ালে। অর্থাৎ, এদিন মামলাটি শোনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এতদিন বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে হতাশা ছিল, তবে এবার আশার আলো দেখছেন অনেকে।

হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ—চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রাজ্য

প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কেন্দ্রীয় কর্মীদের মতোই রাজ্য কর্মচারীদের ডিএ দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তারপর থেকে নানা কারণে মামলার নিষ্পত্তি হয়নি। এবার অবশেষে শুনানি হতে চলেছে বলে জোর আলোচনা শুরু হয়েছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।