কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ আবারও পড়ছে গরমের কবলে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ ৯ মে থেকে ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে গরম ও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, নদীয়া, হুগলি, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
১২ মে থেকে বৃষ্টির আভাস
১১ মে পর্যন্ত আবহাওয়া শুকনো থাকলেও, ১২ মে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ১৩ মে আরও কিছু জেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, থাকবে শীতলতা
দক্ষিণবঙ্গে যখন গরমে হাঁসফাঁস অবস্থা, তখন উত্তরবঙ্গে যেন স্বস্তির ছোঁয়া। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির ধারা চলবে ১২ মে পর্যন্ত।
আগামীকাল ১০ মে: কোন জেলায় কতটা গরম?
শনিবার আরও বাড়তে পারে গরমের দাপট। বিশেষ করে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। পাশাপাশি, হাওড়া, হুগলি, কলকাতায় চলবে তীব্র অস্বস্তিকর গরম।
রবিবার থেকে বদল আসবে আবহাওয়ায়
১১ মে-র পর উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে আগামী সপ্তাহে গরম কিছুটা কমার আশা থাকলেও, দক্ষিণবঙ্গে স্বস্তি পেতে এখনও সময় লাগবে।