পহেলগামে সিআরপিএফ কনভয়ের ওপর যে হামলা হয়েছিল, তা নিয়ে বড়সড় তথ্য সামনে আনল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। সংস্থার প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, ওই হামলার পেছনে জড়িত থাকতে পারে একাধিক ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW)।
ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা মূলত জঙ্গিদের তথ্য দিয়ে সাহায্য করে, আশ্রয় দেয় এবং নানা রকম সহায়তা করে—যা জঙ্গি কার্যকলাপে বড় ভূমিকা রাখে। NIA-এর দাবি, হামলার আগে এবং পরে বেশ কিছু সন্দেহজনক গতিবিধির প্রমাণ মিলেছে, যার সূত্র ধরেই তদন্ত চলছে।সূত্রের খবর, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করতে তৎপর হয়েছে তদন্তকারী দল। খুব দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থা।
আরোও পড়ুনঃ নিরাপত্তা নিয়ে আর আপস নয়, রুফটপ রেস্তোরাঁ বন্ধের বিজ্ঞপ্তি জারি করল পুরসভা
এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নিরাপত্তা মহলে। প্রশাসনের তরফেও জানানো হয়েছে, কাশ্মীরে শান্তি বজায় রাখতে কাউকে রেয়াত করা হবে না।