জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গের কেন্দ্রীয় রেল স্টেশনে শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ব্যস্ত সময়, স্টেশনে তখন ছিল যাত্রীদের ভিড়। সেই সময় হঠাৎ করেই ছুরি হাতে এক ব্যক্তি যাত্রীদের উপর হামলা চালায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গুরুতর আহত ৬ জন, আরও ৬ জনের অবস্থাও ভাল নয়
জার্মান সংবাদ সংস্থা DPA জানায়, হামলায় মোট ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যাদের জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে হামবুর্গের দমকল বিভাগ। আরও ৩ জন গুরুতর আহত ও ৩ জন হালকা চোট পেয়েছেন।
আটক হয়েছে হামলাকারী
ঘটনার পরপরই পুলিশ দ্রুত স্টেশনে পৌঁছায় এবং হামলাকারীকে আটক করে। শুক্রবার সন্ধ্যাবেলা জার্মান পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া X-এ জানানো হয়, হামলাকারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তবে তার পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
কীভাবে ঘটল এই ভয়াবহতা?
হামবুর্গ শহরের এই স্টেশনটি শুধু শহরের নয়, গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল যোগাযোগ কেন্দ্র। এখানে স্থানীয়, আঞ্চলিক ও দীর্ঘপথের ট্রেন চলাচল করে। তাই এই স্টেশনে সবসময়ই ভিড় থাকে। সেই সুযোগটাই হয়তো কাজে লাগায় হামলাকারী। কিন্তু এত নিরাপত্তার মাঝেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
আতঙ্কে শহরবাসী, তদন্তে নেমেছে পুলিশ
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো হামবুর্গ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনই প্রশাসনও প্রশ্নের মুখে পড়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে জার্মান পুলিশ। এখনো পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর অতীত সম্পর্কে কিছু জানা যায়নি।
জার্মানিতে বারবার এমন হামলা কেন?
সাম্প্রতিক সময়ে জার্মানিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে বড় শহরগুলোর জনবহুল এলাকায় এমন আক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। হামবুর্গের এই ঘটনার পর ফের একবার দেশজুড়ে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।