TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ব্যস্ত রেল স্টেশনে মাটিতে লুটিয়ে পরল ১২ জন! রক্ত ভেসে গেল গোটা রেলস্টেশন, কি ঘটলো? জানুন বিস্তারিত

জার্মানির হামবুর্গ শহরের কেন্দ্রীয় রেল স্টেশনে আচমকা ছুরি হাতে হামলা চালায় এক ব্যক্তি। ১২ জন আহত, ৬ জনের অবস্থা সংকটজনক। কীভাবে ঘটল এমন ঘটনা?

Debapriya Nandi Sarkar

জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গের কেন্দ্রীয় রেল স্টেশনে শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ব্যস্ত সময়, স্টেশনে তখন ছিল যাত্রীদের ভিড়। সেই সময় হঠাৎ করেই ছুরি হাতে এক ব্যক্তি যাত্রীদের উপর হামলা চালায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

গুরুতর আহত ৬ জন, আরও ৬ জনের অবস্থাও ভাল নয়

জার্মান সংবাদ সংস্থা DPA জানায়, হামলায় মোট ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যাদের জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে হামবুর্গের দমকল বিভাগ। আরও ৩ জন গুরুতর আহত ও ৩ জন হালকা চোট পেয়েছেন।

আটক হয়েছে হামলাকারী

ঘটনার পরপরই পুলিশ দ্রুত স্টেশনে পৌঁছায় এবং হামলাকারীকে আটক করে। শুক্রবার সন্ধ্যাবেলা জার্মান পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া X-এ জানানো হয়, হামলাকারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তবে তার পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কীভাবে ঘটল এই ভয়াবহতা?

হামবুর্গ শহরের এই স্টেশনটি শুধু শহরের নয়, গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল যোগাযোগ কেন্দ্র। এখানে স্থানীয়, আঞ্চলিক ও দীর্ঘপথের ট্রেন চলাচল করে। তাই এই স্টেশনে সবসময়ই ভিড় থাকে। সেই সুযোগটাই হয়তো কাজে লাগায় হামলাকারী। কিন্তু এত নিরাপত্তার মাঝেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

আতঙ্কে শহরবাসী, তদন্তে নেমেছে পুলিশ

এই ঘটনাকে কেন্দ্র করে পুরো হামবুর্গ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনই প্রশাসনও প্রশ্নের মুখে পড়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে জার্মান পুলিশ। এখনো পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর অতীত সম্পর্কে কিছু জানা যায়নি।

জার্মানিতে বারবার এমন হামলা কেন?

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে বড় শহরগুলোর জনবহুল এলাকায় এমন আক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। হামবুর্গের এই ঘটনার পর ফের একবার দেশজুড়ে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।