পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একটি বিস্ফোরক মন্তব্য করে আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “আমেরিকা দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করে এবং সেখান থেকে মোটা টাকা আয় করে। যুদ্ধ লাগানোই তাদের কৌশল, যাতে সামরিক শিল্পের লাভ হয়।”
পূর্ব পরিকল্পিত যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন পাকিস্তানের
খাজা আসিফ বলেন, “দেখবেন, যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র কোনও না কোনওভাবে জড়িত। একদিকে তারা শান্তির কথা বলে, আর অন্যদিকে সংঘাতের আগুনে ঘি ঢেলে অস্ত্র বিক্রির সুযোগ খোঁজে। তাদের লক্ষ্য হল যুদ্ধ বাধিয়ে সামরিক সরঞ্জাম বিক্রি করা, আর সেটা করেই কোটি কোটি ডলার রোজগার করে।”
যুদ্ধ নয়, স্থিতিশীলতা চায় পাকিস্তান
প্রতিরক্ষামন্ত্রীর মতে, পাকিস্তানের এখন প্রধান লক্ষ্য অর্থনৈতিক স্থিতি এবং দেশের অগ্রগতি। “আমরা যুদ্ধ চাই না। আমাদের জনগণের ভবিষ্যৎ গড়তে হবে, দেশের ভাঙা অর্থনীতি মেরামত করতে হবে। যুদ্ধ কোনও সমাধান নয়,” — স্পষ্ট ভাষায় জানান তিনি।
ভারতের নাম না নিলেও ইঙ্গিত স্পষ্ট
যদিও খাজা আসিফ সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে ভারত-পাকিস্তান সম্পর্কের দিকেই আঙ্গুল তুলেছেন বলেই মত বিশ্লেষকদের। তাঁর দাবি, তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকা এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে ফায়দা লোটে।
আন্তর্জাতিক মহলে চর্চা শুরু
প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই বক্তব্য কেবল আমেরিকাকে নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই অভিযোগ এমন এক সময় সামনে এল, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং যুক্তরাষ্ট্র আবার ভারতকে একটি কৌশলগত মিত্র হিসেবে গণ্য করছে। সেই প্রেক্ষাপটে এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে।
Pakistan Defence Minister Khawaja Asif says that US fuels war between two countries to sell weapon & make money.
Pakistanis insult Trump !!pic.twitter.com/7xTlLSw6Sn
— Times Algebra (@TimesAlgebraIND) May 24, 2025