বৃহস্পতিবার সকালে আচমকাই কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর। শহরের ওয়ালটন রোডে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের তীব্রতায় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আকাশ যেন কালো চাদরে মুড়ে যায়।
ভয়ে ঘর ছেড়ে রাস্তায় মানুষ
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবি অনুযায়ী, বিস্ফোরণের শব্দ শুনেই বহু মানুষ ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। কেউ দৌড়ে আশ্রয় নিতে যান, কেউ বা আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রশাসন জানিয়েছে, গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্ত উত্তেজনার মধ্যেই বিস্ফোরণ
এই বিস্ফোরণের ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কারণ, বৃহস্পতিবার সকালেই সীমান্ত উত্তেজনার জেরে লাহোর ও শিয়ালকোটের বেশ কয়েকটি বিমান রুট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাণিজ্যিক ফ্লাইটগুলির গন্তব্য পরিবর্তন করা হয়েছে বলে খবর। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
তদন্ত শুরু, নজরে সংবাদমাধ্যম
বিস্ফোরণের পরপরই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি, এই ঘটনা নজরে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিরও। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এই বিস্ফোরণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনেকের আশঙ্কা, এর পিছনে গভীর কোনও ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে।
لاہور میں دھماکے کی آوازیں۔۔۔۔🚨🚨
نصیر آباد کے قریب لوگ گھروں سے باہر نکل آئے۔۔۔۔
— Omar Malik (@Mr_OmarMalik) May 8, 2025