TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

স্থগিত PSL! পাকিস্তাকে হটিয়ে দিল দুবাইও – রইল বিস্তারিত

ভারত-পাকিস্তান সীমান্তে টানাপোড়েনের কারণে বন্ধ হয়ে গেল পাকিস্তান সুপার লিগ। আমিরশাহিও রাজি হয়নি ম্যাচ আয়োজন করতে। কী ঘটছে মাঠের বাইরেও?

Debapriya Nandi Sarkar

ভারত-পাকিস্তানের সীমান্তে চাপা উত্তেজনা চলছে। সেই আবহে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বন্ধ করে দেওয়া হল পাকিস্তান সুপার লিগের (PSL) বাকি আটটি ম্যাচ। ঠিক আগের দিনই এক সপ্তাহের জন্য আইপিএলও বন্ধ হয়েছিল। এবার যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট থামাতে বাধ্য হল পাকিস্তান।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

খেলা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু রাজি নয় আমিরশাহি

প্রথমে পাকিস্তান ভেবেছিল, বাকি ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করবে। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহি সেই প্রস্তাবে রাজি হয়নি। যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে তারা সাফ জানিয়ে দেয়, তারা এই ম্যাচ আয়োজন করতে পারবে না। তাই পিএসএল আপাতত স্থগিত রাখা হল।

স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা, তারপরই স্থগিত খেলা

রাওয়ালপিণ্ডিতে একেবারে ক্রিকেট স্টেডিয়ামের পাশে ড্রোন আছড়ে পড়ে। সেদিনই ছিল বাবর আজমদের ম্যাচ। ড্রোন হানার পর সেই ম্যাচ বাতিল হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে পুরো টুর্নামেন্টই বন্ধ করে দেওয়া হয়।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

দেশের মানুষের কাছে দুঃখপ্রকাশ করল পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নখবি বলেন, “দুঃখিত, এবার দেশের মানুষ মাঠে বসে খেলা দেখতে পারবে না। আমরা সবসময় বলি রাজনীতি আর খেলা আলাদা হওয়া উচিত, কিন্তু এবার সেটা আর সম্ভব হল না।”

যুদ্ধ শুধু সীমান্তে নয়, খেলাতেও তার প্রভাব

এই ঘটনা দেখিয়ে দিল, যুদ্ধ কেবল সীমান্তে নয়, তার ছায়া পড়ে খেলার মাঠেও। পিএসএলের স্থগিত হওয়া যেন যুদ্ধের এক নতুন ছবি।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।