TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

অ্যাপল-স্যামসাংয়ের মাথায় শুল্কের খাঁড়া! ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে কাঁপছে স্মার্টফোন বাজার

যুক্তরাষ্ট্রে তৈরি না হলে স্মার্টফোনে ২৫% শুল্ক বসানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। অ্যাপল ও স্যামসাং-এর মতো সংস্থাগুলির উপর বড় প্রভাব পড়তে পারে এই সিদ্ধান্তে।

Debapriya Nandi Sarkar

যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া স্মার্টফোন যদি দেশটির ভেতরে তৈরি না হয়, তবে তা আমদানি করতে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক—এমনই চমকপ্রদ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ মে, ২০২৫-এ দেওয়া এই ঘোষণার পরই প্রযুক্তি জগতে ব্যাপক আলোড়ন পড়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ট্রাম্পের প্রধান লক্ষ্য

ট্রাম্প জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তের পেছনে প্রধান লক্ষ্য হলো মার্কিন উৎপাদনশীলতাকে উৎসাহ দেওয়া এবং বিদেশি উৎপাদনের উপর নির্ভরশীলতা কমানো। তবে সরাসরি এই নির্দেশের আওতায় চলে এসেছে অ্যাপল, যারা ইতিমধ্যেই ভারতে আইফোন উৎপাদন শুরু করেছে। বর্তমানে প্রায় ২০ শতাংশ আইফোন ভারতে তৈরি হচ্ছে।

গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক

প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, বিদেশে কারখানা স্থাপন করতেই পারে যে কেউ, কিন্তু সেই পণ্যের বিক্রি যদি মার্কিন বাজারে হয়, তবে তা আমেরিকার মাটিতে তৈরি হতে হবে—নয়তো গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক। অ্যাপলের পাশাপাশি স্যামসাং-এর মতো অন্যান্য বড় সংস্থার প্রতিও একই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শেয়ার বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। অ্যাপলের শেয়ার মূল্য এক লাফে কমে যায় ২.৬ শতাংশ, যার ফলে কোম্পানিটির প্রায় ৭০ বিলিয়ন ডলারের বাজারমূল্য উবে যায়।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

উৎপাদন খরচ বাড়বে

বিশ্লেষকদের ধারণা, যদি অ্যাপল পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি করতে বাধ্য হয়, তাহলে উৎপাদন খরচ এতটাই বাড়বে যে একটি আইফোনের দাম বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৩৫০০ ডলার, যেখানে বর্তমানে আইফোনের প্রাথমিক মডেল পাওয়া যায় ৭৯৯ ডলারে। এই পদক্ষেপ শুধুমাত্র অ্যাপল বা স্যামসাং-এর জন্য নয়, বরং বিশ্বজুড়ে প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খলকে প্রভাবিত করতে পারে বলে মত অর্থনীতিবিদদের। কারণ, এত বড় পরিসরে উৎপাদন স্থানান্তর করতে হলে দরকার বিশাল অবকাঠামো এবং দক্ষ জনবল—যা রাতারাতি সম্ভব নয়। ফলে অনেক সংস্থাকেই আবার নতুন করে উৎপাদন কৌশল সাজাতে হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই শুল্ক নীতি একদিকে যেমন মার্কিন নির্মাণ শিল্পকে নতুন করে চাঙ্গা করতে পারে, অন্যদিকে তেমনই আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি হতে পারে নতুন টানাপোড়েন। কোন পথে হাঁটবে প্রযুক্তি জগত—তা বলবে সময়।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।