TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ভারতীয়দের জন্য বন্ধ হার্ভার্ডের দরজা! ট্রাম্পের সিদ্ধান্তে অনিশ্চয়তায় ৭৮৮ ভারতীয়

হার্ভার্ড ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ছাত্রদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন। এতে প্রভাব পড়ছে প্রায় ৭৮৮ ভারতীয় ছাত্রছাত্রীর উপর। সিদ্ধান্তের পিছনে রয়েছে আইনি ব্যত্যয়।

Debapriya Nandi Sarkar

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটির ‘Student and Exchange Visitor Program’ (SEVP) অনুমোদন বাতিল করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয় আর নতুন কোনও আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভরতি নিতে পারবে না।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

প্রভাব পড়ছে হাজার হাজার ছাত্রের উপর

এই সিদ্ধান্তে প্রায় ৬,৮০০ বিদেশি পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে ৭৮৮ জন ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন যারা ইতিমধ্যেই হার্ভার্ডে পাঠরত। এখন তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েই প্রশ্ন উঠছে।

কি বলছে আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রক?

US Homeland Security সচিব ক্রিস্টি নোম জানিয়েছেন, “আন্তর্জাতিক শিক্ষার্থী ভরতি করার অধিকার নয়, এটা একটি বিশেষ সুযোগ। হার্ভার্ড সেই সুযোগের যোগ্যতা হারিয়েছে, কারণ তারা বারবার আইন ভেঙেছে।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

ভারত থেকে উচ্চশিক্ষার জন্য যাঁরা আমেরিকায় যেতে চান, তাঁদের জন্য এটা একটি বড় ধাক্কা। বিশেষত, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হার্ভার্ডে এমন নিষেধাজ্ঞা ভারতীয় পরিবারগুলোকেও চিন্তায় ফেলেছে।

সব বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কবার্তা

এই পদক্ষেপ শুধু হার্ভার্ডের জন্যই নয়, বরং গোটা আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এক প্রকার সতর্কবার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিদেশি ছাত্র ভরতির ক্ষেত্রে এখন আরও কড়াকড়ি দেখা যেতে পারে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।