সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ উঠে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের প্রধান তিনটি মামলার অগ্রগতি:
১. ভুল করে তাড়ানো অভিবাসীকে ফিরিয়ে আনার নির্দেশ:
এক গুয়াতেমালান নাগরিক, যিনি সীমান্ত পার হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষকে জানান যে মেক্সিকোতে তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে, তাঁকে ফেব্রুয়ারিতে ভুলভাবে ফেরত পাঠানো হয়েছিল। এখন আদালত নির্দেশ দিয়েছে, তাঁকে আবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে এমন ঘটনা ঘটল তৃতীয়বার।
২. হার্ভার্ড বনাম ট্রাম্প প্রশাসন:
ট্রাম্প প্রশাসনের বিদেশি ছাত্র ভর্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলায় আদালত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। বিদেশি ছাত্ররা এই সিদ্ধান্ত নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন।
৩. স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (DOGE)-কে ঘিরে:
DOGE নামের একটি সংস্থা, যেটি দ্রুত হারে সরকারি ব্যয় কমিয়েছে এবং কর্মী ছাঁটাই করেছে, তা কি হোয়াইট হাউসের অংশ হিসেবে তথ্য জানাতে বাধ্য? এই বিষয়ে সুপ্রিম কোর্ট আপাতত মামলার কার্যক্রম স্থগিত করেছে। সংস্থাটির স্বচ্ছতা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, একদিকে অভিবাসন, অন্যদিকে শিক্ষাক্ষেত্র এবং প্রশাসনিক স্বচ্ছতা—তিনটি বড় বিষয়েই আইনি চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন।