TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ব্যাঙ্কিং থেকে রেল পরিষেবা— ১লা মে থেকে দেশজুড়ে বদলেছে একাধিক নিয়ম! জানুন বিস্তারিত

১লা মে থেকে দেশের বিভিন্ন খাতে নতুন নিয়ম চালু হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বিশেষ কিছু পরিবর্তন আনবে। রিজার্ভ ব্যাংক…

Debapriya Nandi Sarkar

১লা মে থেকে দেশের বিভিন্ন খাতে নতুন নিয়ম চালু হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বিশেষ কিছু পরিবর্তন আনবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এবং ভারতীয় রেলওয়ে সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই সমস্ত নিয়ম কার্যকর করা হয়েছে। এসব নিয়মের উদ্দেশ্য হলো অর্থনৈতিক সামঞ্জস্য, ডিজিটাল দক্ষতা সহ বিভিন্ন খাতে প্রক্রিয়াগত স্বচ্ছতা বৃদ্ধি করা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

এটিএম উইথড্রল ফি:

১লা মে থেকে এটিএম-এ টাকা তোলার ক্ষেত্রে খরচ বেড়ে গেছে। এবার থেকে এটিএম-এ ব্যাংক থেকে নির্ধারিত সীমার পর টাকা তোলার জন্য অতিরিক্ত ফি ২৩ টাকা দিতে হবে, যা আগে ছিল ২১ টাকা। প্রতি মাসে নিজের ব্যাংকের এটিএম থেকে ৫ বার এবং অন্য ব্যাংকের এটিএম থেকে ৩ বার (মেট্রো শহরে ৫টি) বিনামূল্যে টাকা তোলা যাবে।

রেল টিকিট বুকিং:

ভারতীয় রেলওয়ে তাদের টিকিট বুকিং পদ্ধতি পরিবর্তন করেছে। ১লা মে থেকে স্লিপার এবং এসি কোচের অপেক্ষমাণ টিকিট পাওয়া যাবে না। এছাড়া, ১২০ দিনের পরিবর্তে টিকিট বুকিংয়ের সময়সীমা ৬০ দিন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী টিকিটের দাম এবং রিফান্ড ফি বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় রেল দপ্তর।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এলপিজি সিলিন্ডার:

১লা মে থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমেছে বিভিন্ন শহরে। কলকাতায় ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৬৮.৫০ টাকা থেকে কমে ১৮৫১.৫০ টাকায় এসেছে। মুম্বই এবং দিল্লিতেও দাম কিছুটা কমেছে বলে জানা গিয়েছে।

সঞ্চয়ী হিসাব ও এফডি সুদের হার:

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি রেপো রেট কমানোর পর সঞ্চয়ী হিসাব এবং ফিক্সড ডিপোজিটের (এফডি) সুদের হারও কমে গেছে। এর ফলে ঋণ, সঞ্চয়ী হিসাব ও ডিপোজিট প্ল্যানের সুদের হারে প্রভাব পড়েছে, এবং ভবিষ্যতে সুদের হার আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রবাহ পোর্টাল বাধ্যতামূলক:

এখন থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘প্রবাহ পোর্টাল’ নামে একটি অনলাইন সিস্টেম ব্যবহার করতে হবে। এই পোর্টালের মাধ্যমে লাইসেন্স, অনুমোদন ও আবেদন প্রক্রিয়া ডিজিটালভাবে করা যাবে। এর ফলে সব কাজ সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

ব্যাংক মার্জার:

গ্রামীণ ব্যাংকিং সেক্টরে বড় ধরনের পরিবর্তন এসেছে। ১লা মে থেকে ভারতের ১১টি রাজ্যে “এক রাজ্য, এক আঞ্চলিক গ্রামীণ ব্যাংক” নীতি কার্যকর হয়েছে, যা ব্যাংকগুলোর অপারেশনাল দক্ষতা বাড়াবে এবং গ্রাহকদের জন্য আরও ভাল সেবা নিশ্চিত করবে।