The Age Calculator can calculate the age or time difference between two dates. The result will be displayed in years, months, weeks, days, hours, minutes, and seconds.
Calculate age to current date:
Today's date:
Calculate age to a given date:
Age Calculator সম্পর্কে
স্বাগতম আমাদের সহজ ও ব্যবহারযোগ্য Age Calculator-এ! এই টুল-এর মাধ্যমে আপনি আপনার জন্মতারিখ (Birth Date) দিলে আপনার বর্তমান বয়স খুব সহজেই জেনে নিতে পারবেন। আপনি চাইলে ভবিষ্যৎ বা অতীতের কোনো নির্দিষ্ট তারিখেও আপনার বয়স কত হবে, তা দেখতে পারবেন। এর জন্য আপনাকে শুধু Birth Date এবং পছন্দের To Date দিতে হবে। ফলাফল আপনি পাবেন বছর, মাস এবং দিনের হিসেবে।
এই Age Calculator শুধু মানুষের বয়স জানার জন্য নয় – আপনি চাইলে যেকোনো জিনিসের বয়স জানতেও এটা ব্যবহার করতে পারেন। যেমন, পুরোনো জিনিসপত্র, প্রাচীন বস্তু (artifacts), ঐতিহ্যবাহী জিনিস, এমনকি গাছ বা ভবনের বয়সও আপনি জানতে পারবেন। এর জন্য শুধু সেই বস্তুটি কবে তৈরি বা আবিষ্কৃত হয়েছিল তা ‘Your Birth Date (From)’ ঘরে দিয়ে, আর ‘To Date’ ঘরে আজকের তারিখ বসাতে হবে।
Age Calculator কী?
Age Calculator হলো এমন একটা ডিজিটাল টুল যেটা দিয়ে আপনি সহজেই জানতে পারবেন একটা মানুষ, বস্তু, প্রতিষ্ঠান বা জায়গার বয়স – কোনো নির্দিষ্ট তারিখ থেকে আরেকটি তারিখ পর্যন্ত। এটা আপনাকে নানা কাজে সাহায্য করতে পারে যেমন: জন্মদিন বা বার্ষিকী মনে রাখা, বয়সভিত্তিক স্কুল-কলেজে ভর্তি, ফর্ম পূরণ, চাকরির আবেদন ইত্যাদি।
Age Calculator কীভাবে ব্যবহার করবেন?
এই ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে আজকের তারিখ বসিয়ে দেয় ‘Your Birth Date’, ‘Your Birth Date (From)’ এবং ‘To Date’ ঘরে। এটি Gregorian Calendar ব্যবহার করে হিসাব করে।
- বর্তমান বয়স জানতে চাইলে: ‘Your Birth Date (From)’ ঘরে আপনার জন্মতারিখ দিন। ‘To Date’ ঘরে কিছু পরিবর্তন করবেন না।
- নির্দিষ্ট দিনে বয়স জানতে চাইলে: ‘Your Birth Date’ ঘরে জন্ম তারিখ দিন এবং ‘To Date’ ঘরে সেই তারিখ দিন যেদিনের জন্য আপনি বয়স জানতে চান।
- তারপর ‘CALCULATE’ বাটনে ক্লিক করুন।