আজ ১৭ মে, শনিবার। সকাল থেকেই গরমের দাপটে অস্বস্তিতে বাংলা। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, আজ দক্ষিণবঙ্গের বহু জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঘণ্টায় ৩০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও।
কোন জেলায় কেমন পরিস্থিতি হতে পারে?
আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৬০ কিমির বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানা গেছে। তবে সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
উত্তরের জেলাগুলোতেও রেহাই নেই
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে চলবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই পরিস্থিতি চলতে পারে আগামীকাল রবিবার পর্যন্ত।
এখনই শুরু দুর্যোগ?
মাত্র ক’দিন আগেই ১৩ মে আন্দামান-নিকোবর হয়ে দেশে প্রবেশ করেছে বর্ষা। কেরল ছুঁয়ে ধীরে ধীরে তা ছড়াচ্ছে পশ্চিম ও পূর্ব ভারতে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও জোরালো হয়ে আগামী সপ্তাহেই বাংলায় প্রবেশ করবে। ফলে রাজ্যজুড়ে আগামী সপ্তাহ থেকেই ঝড় বৃষ্টির সম্ভবনা প্রবল!