TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

বৃষ্টি নেমেই ফিরল গরমের কড়া রূপ! আজ দক্ষিণ ও উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা? জানুন বিস্তারিত

আজ ৬ মে ২০২৫—দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বাড়বে গরমও! জেনে নিন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট সহজ ভাষায়।

Debapriya Nandi Sarkar

গরমে যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই ফের একবার বাংলার আকাশে জমেছে কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে একটু হালকা থাকলেও দুপুর গড়াতেই বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। ফলে ছাতা ছাড়া আজ বেরনো উচিত হবে না।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

দক্ষিণবঙ্গের কী অবস্থা থাকবে আজ?

বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া ও ঝাড়গ্রাম, এই সব জেলাগুলিতে আজ বিকেল থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় থাকতে পারে কালবৈশাখীর প্রকট রূপ। হাওয়ার বেগ ৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত বাড়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের পরিস্থিতিও কম নয়!

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরেও আজ ঝেঁপে বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অনেক জায়গায়। ফলে পাহাড়ি অঞ্চলেও আজ সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

আরও গরম আসছে! বুধবার থেকে তাপমাত্রা বাড়বে

যদিও আজ বৃষ্টি হতে পারে, তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে গরম আবার জোর কদমে ফিরে আসবে। কলকাতা, নদীয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা ক্রমে বাড়বে বলে পূর্বাভাস। দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা থাকায় বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের আজ সতর্ক থাকার পরামর্শ।

সংক্ষেপে বললে, দক্ষিণ ও উত্তরবঙ্গ—দু’জায়গাতেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কিন্তু ছাড়ছে না। বরং আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই আজ দিনের শুরুটা যেমনই হোক না কেন, ছাতা আর পানির বোতল সঙ্গে রাখাই ভাল।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।