কলকাতায় গ্রীষ্মের রুক্ষতা এবং বর্ষার পূর্বাভাস মিলেমিশে আজ এক অদ্ভুত আবহাওয়ার ছবি তুলে ধরেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের শেষে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এরই মাঝে শহরবাসীকে সামলাতে হবে অতিরিক্ত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি, তবু গরমের কষ্ট থাকবে
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা মে মাসের শেষ ভাগের জন্য স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি। দিনের বেলায় আর্দ্রতা বাড়বে ৭০ শতাংশেরও বেশি, ফলে গরম অনুভূতি আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আকাশ মেঘলা, বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে নিম্নচাপের প্রভাব। এর ফলে শহরের আকাশ সকাল থেকেই ধূসর থাকবে বলে জানানো হয়েছে। দুপুরের পর থেকেই হাওয়া কিছুটা গরম ও আর্দ্র হতে পারে। সন্ধ্যার দিকে কলকাতাসহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
শহরবাসীর জন্য পরামর্শ
আবহাওয়ার এই ওঠানামার মাঝে শহরবাসীর জন্য সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকেরাও। যাঁদের উচ্চ রক্তচাপ বা হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের সকাল ও সন্ধ্যায় বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট। প্রচুর পরিমাণে জল পান করারও পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে।
উল্লেখ্য, আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। বর্ষা আসার আগে এক-আধদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটতে পারে।