সকাল থেকেই কলকাতার আকাশে জমেছে কুঞ্চিত কালো মেঘ। অনেকেই ভাবছেন—এই মেঘে কি সত্যিই বৃষ্টি হবে, নাকি আবার ভেলকি দেখিয়ে মিলিয়ে যাবে? আবহাওয়া দফতরের মতে, আজকের দিনটা মোটেই হালকা নয়। সকালের শান্ত আকাশ বিকেল গড়ালে বদলে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দৃশ্যে।
ঘনীভূত নিম্নচাপ—আসছে কি মরসুমি ঝড়?
বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘনীভূত নিম্নচাপ। সেই চাপ পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। ফলে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কোন এলাকায় ঝড়বৃষ্টি বেশি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার সময় সতর্ক থাকতে বলা হয়েছে।
শহরবাসীর জন্য সতর্কবার্তা
- সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট
- বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু স্থানে না যাওয়াই ভালো
- রাস্তা জলে ডুবে থাকলে বাইক বা স্কুটিতে সাবধানে চলাচল করুন
- জরুরি প্রয়োজনে পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন
পরবর্তী কয়েকদিনের আভাস
আগামী ২৫ ও ২৬ তারিখেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পুরো রাজ্যে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। ফলত, আগামী সপ্তাহ নাগাদ আরও বড়সড় বৃষ্টির পূর্বাভাস মিলতে পারে।