আজ বৃহস্পতিবার, ২২ মে কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা-মেঘলা ভাব। কিন্তু মেঘ থাকলেও রেহাই নেই গরম থেকে। আবহাওয়ার দফতর জানাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি।
শুধু তাপমাত্রাই নয়, আর্দ্রতার মাত্রাও থাকবে বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশ বাড়বে, ফলে ঘামে ভেজা অস্বস্তিকর পরিবেশে দিন কাটাতে হবে শহরবাসীকে।
বিকেলে বৃষ্টি নামতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে আকাশে কালো মেঘ জমার সম্ভাবনা প্রবল। বিশেষ করে দক্ষিণ ও মধ্য কলকাতা সহ শহরতলির বেশ কিছু অংশে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি।
যাঁরা বিকেলে বাড়ির বাইরে যাবেন, তাঁদের ছাতা রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কারণ, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস।
বৃষ্টির পরও কমবে না অস্বস্তি
এমনিতে গরমে হাঁসফাঁস অবস্থায় বৃষ্টির খবরে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও, বিশেষজ্ঞদের মতে এই বৃষ্টিতে অস্বস্তি তেমন কমবে না। কারণ, বৃষ্টির পর আর্দ্রতা আরও বাড়তে পারে, যা গরমকে আরও বেশি অনুভব করাবে।
ঘরে ফিরতে দেরি হবে? তাহলে আগে থেকে সতর্ক থাকুন
বিকেলে যদি আপনি অফিস শেষে বা অন্য কোনও কাজে বাইরে থাকেন, তাহলে আগে থেকেই একটু সাবধান থাকুন। হঠাৎ করে বৃষ্টি নামলে রাস্তায় জল জমারও আশঙ্কা থাকে। ফলে যাতায়াতে সমস্যায় পড়তে পারেন।
আজকের আবহাওয়ার এমন পরিবর্তনশীল মেজাজে বুদ্ধিমানের কাজ হবে ছাতা হাতে রওনা হওয়া, নইলে ভিজে বাড়ি ফেরার সুযোগ থাকছেই।