ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল বাংলা। কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মেজাজ যেন একেবারে বদলে গেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টির দাপটে কাপবে। এমন হতে পারে যে পথে-ঘাটে বেরনোই কঠিন হয়ে উঠবে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে রয়েছে বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা।
লাল সতর্কতা জারি, কোন কোন জেলা সবচেয়ে ঝুঁকিতে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এই সাতটি জেলাকে নিয়ে জারি হয়েছে লাল সতর্কতা। সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ চলতে পারে সন্ধ্যা পর্যন্ত।
উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির আশঙ্কা, কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজ আবহাওয়া থাকবে বেশ উত্তাল। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঝড়ের গতি থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কাল কী হতে চলেছে?
আগামীকাল, শুক্রবারও ঝড়-বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর। বিশেষত বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে থাকবে মাঝারি বৃষ্টিপাত ও কালবৈশাখীর আশঙ্কা। উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে।
বাড়ি থেকে বেরোনোর আগে চোখ রাখুন হাওয়া অফিসের আপডেটে
আজ কিংবা আগামীকাল, যদি বাইরে বের হওয়ার প্ল্যান থাকে, তাহলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে ভুলবেন না। আর সম্ভব হলে আজ বিকেল থেকে রাত অবধি অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলাই ভালো।