আজ ১ জুন, বছরের ষষ্ঠ মাসের প্রথম দিন। গ্রীষ্ম আর বর্ষার মাঝামাঝি সময়ের এই আবহাওয়া যেন রীতিমতো ধোঁয়াশা তৈরি করেছে। কোথাও আকাশ কালো করে বৃষ্টি, কোথাও আবার সূর্যের আগুন ঝরানো রোদের তাণ্ডব। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজকের দিনটি হতে চলেছে চমকপ্রদ।
কোথায় বৃষ্টি, কোথায় বজ্রবিদ্যুৎ?
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলের দিকে আকাশ কালো করে নামতে পারে মেঘ, সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা।
উত্তরবঙ্গে জারি তাপপ্রবাহের সতর্কতা
উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দার্জিলিং, কালিম্পং-এর মতো হাই এল্টিচিউড এলাকায় তাপমাত্রা থাকবে স্বাভাবিক। তবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম, ফলে সেখানকার গরম কিছুটা বেশিই অনুভূত হতে পারে।
তাপমাত্রার হালচাল
কলকাতা ও সংলগ্ন এলাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, বিশেষ করে বেলা বাড়লে আদ্রতা জনিত অস্বস্তিও বাড়তে পারে। তবে সন্ধ্যের পর স্বস্তির বৃষ্টি কিছুটা হালকা করতে পারে পরিস্থিতি।
কি সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় বাইরে বেরোনো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। জরুরি প্রয়োজনে বাইরে বেরোলে সঙ্গে ছাতা ও প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে। মাঠে বা খোলা জায়গায় না থাকাই ভালো।
আবহাওয়ার ভোল বুঝে তবেই দিন শুরু করুন
জুনের প্রথম দিনেই এমন বিচিত্র আবহাওয়ার খেলা কিছুটা চমকে দিয়েছে আমজনতাকে। একদিকে তাপপ্রবাহের চোখরাঙানি, অন্যদিকে অঝোর ধারায় বৃষ্টির ছোঁয়া। তাই বাইরে বেরোনোর আগে আজকের আবহাওয়ার আপডেট দেখে নিন, প্রস্তুতি নিয়ে তবেই দিন শুরু করুন।