গতকাল, অর্থাৎ সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল ধোঁয়াটে। বৃষ্টি হয়েছে কিছু এলাকায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে বঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় গরম ও অস্বস্তি থেকেই যাবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ও আগামী কয়েক দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে কোথায় কেমন থাকবে বৃষ্টি?
সোমবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ, মঙ্গলবারও এই পরিস্থিতি চলবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ?
মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিক্ষিপ্তভাবে ঝড়ের গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত উঠতে পারে।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব
আগামী ২৭ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ২৮-২৯ তারিখে আরও শক্তি সঞ্চয় করতে পারে। এছাড়াও আরব সাগরের একটি গভীর নিম্নচাপ মধ্য মহারাষ্ট্রে স্থিত হয়েছে। এর প্রভাব কর্নাটক, মহারাষ্ট্র, ও গোয়া পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। বাংলার বৃষ্টির পিছনেও এই নিম্নচাপগুলির ভূমিকা থাকতে পারে।
সপ্তাহান্তে বৃষ্টির ঘনঘটা
শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায়। সাপ্তাহিক ছুটির দিনে দুর্যোগের সম্ভাবনায় চিন্তায় রাজ্যবাসী।