মে মাসের শেষ লগ্নে এসে দক্ষিণবঙ্গবাসীর সামনে বড়সড় আবহাওয়ার চ্যালেঞ্জ! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালেই বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ আজ অর্থাৎ বুধবার থেকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই ব্যাপক ঝড়বৃষ্টি ডেকে আনতে পারে।
দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
এই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে দফতর। ফলে শহর থেকে গ্রাম—সবখানেই জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা থাকছে।
সমুদ্রে যাবেন না! মৎস্যজীবীদের জন্য কড়া বার্তা
উত্তর বঙ্গোপসাগর আজ থেকে থাকবে উত্তাল। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা ইতিমধ্যেই উপকূলে ফিরে আসছেন বলে খবর।
উত্তরবঙ্গেও নামছে ধেয়ে আসা বৃষ্টি
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও পরিস্থিতি অনিশ্চিত। দার্জিলিং, জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড় ও ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছে।
বৃষ্টিতে মিলবে কি গরম থেকে স্বস্তি?
বৃষ্টির আশায় বুক বাঁধলেও, হালকা হলেও ভ্যাপসা গরম কিন্তু এখনও ছাড়ছে না। অত্যাধিক জলীয়বাষ্পের কারণে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। বৃষ্টি শুরুর পরেও আর্দ্রতাজনিত গরম কিছুটা বিরক্ত করতেই পারে।
এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া নজরদারির মধ্যে রয়েছে। নিম্নচাপের গতিপথ ও শক্তি অনুযায়ী পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। তাই আগামী কয়েক দিন আবহাওয়ার খবরের উপর কড়া নজর রাখা এবং প্রশাসনের পরামর্শ মেনে চলাই শ্রেয়।