সীমান্তবর্তী এলাকা থেকে ৩৪ লক্ষ টাকার জাল নোটসহ এক ব্যক্তির গ্রেফতারকে কেন্দ্র করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল বিজেপি। এবারে রাজ্য বিজেপির তরফে একটি ট্যুইট করে তীব্র কটাক্ষ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে।
“এই জন্যই কি দুধেল গাইদের লাথিও খেতে রাজি?”—বিজেপির কটাক্ষ
বিজেপির ট্যুইটে লেখা হয়েছে, “সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৩৪ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার আব্দুল করিম! এই জন্যই কি দুধেল গাইদের লাথি খেতেও প্রস্তুত মাননীয়া?” এই ট্যুইটে বিজেপি মূলত ইঙ্গিত করেছে, সীমান্ত এলাকার কিছু অসৎ কার্যকলাপে যুক্ত লোকেদের রাজনৈতিকভাবে ‘রক্ষা’ করা হচ্ছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে। আর এই কারণেই মুখ্যমন্ত্রীকেও ‘সহ্য করতে’ হচ্ছে অনেক কিছু।
রাজনৈতিক চর্চায় নতুন মাত্রা
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। জাল নোট উদ্ধারের মতো সংবেদনশীল বিষয়কে ঘিরে রাজনীতির ঝাঁজ আরও বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তৃণমূলের তরফে এখনও প্রতিক্রিয়া আসেনি
তবে এই বিতর্কিত ট্যুইটের জবাবে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, দলীয় স্তরে বিষয়টি নজরে রাখা হচ্ছে।
সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ
জাল নোট উদ্ধারের ঘটনা যেমন উদ্বেগ বাড়াচ্ছে, তেমনই রাজনৈতিক দোষারোপের পালা সাধারণ মানুষকে বিভ্রান্তও করছে। সত্যিই কি এসবের পেছনে কোনও রাজনৈতিক প্রভাব আছে, নাকি এগুলো শুধুই রাজনৈতিক স্টান্ট—তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।
সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৩৪ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার আব্দুল করিম!
এই জন্যই কি দুধেল গাইদের লাথি খেতেও প্রস্তুত মাননীয়া ? pic.twitter.com/3yDKvXCGrl
— BJP West Bengal (@BJP4Bengal) May 6, 2025