ডিএ মামলাকে ঘিরে আবারও উত্তেজনার পারদ চড়ছে বাংলায়। একদিকে আগামী ৭ মে সুপ্রিম কোর্টে মামলার শুনানি নির্ধারিত, অন্যদিকে তার আগেই বড়সড় দাবি তুলে দিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ—তাঁদের মতে, ডিএ মামলায় ইতিমধ্যেই ‘জয়’ পেয়ে গিয়েছে রাজ্য সরকার!
মামলা দীর্ঘ করাই ছিল সরকারের কৌশল?
সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর দাবি, “রাজ্য সরকার চেয়েছিল মামলা যেন যতটা সম্ভব দীর্ঘায়িত হয়—তাতে তারা সফলও হয়েছে। আর সেই কারণেই আমরা বলছি, ডিএ মামলায় জয় পেয়েছে রাজ্য।”
তিনি আরও জানান, শিক্ষক-অশিক্ষক, বোর্ড-কর্মচারী, কর্পোরেশনের কর্মীদের বিষয়ে সরকার নিজেই সিদ্ধান্ত নিতে চায়, কে ডিএ পাবেন, আর কে নয়। অথচ, আইন অনুযায়ী সকলেরই এই ভাতার দাবি রয়েছে। মলয়বাবু জানান, এর আগেও সুপ্রিম কোর্টে সরকারের আইনজীবী জানিয়েছিলেন, ডিএ দিতে রাজ্যের খরচ পড়বে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা।
৭ মে শুনানিতে আশার আলো
এই প্রথমবার, সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি শুনানির তালিকায় রয়েছে ২ নম্বর সিরিয়ালে। অর্থাৎ, এদিন মামলাটি শোনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এতদিন বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে হতাশা ছিল, তবে এবার আশার আলো দেখছেন অনেকে।
হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ—চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রাজ্য
প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কেন্দ্রীয় কর্মীদের মতোই রাজ্য কর্মচারীদের ডিএ দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তারপর থেকে নানা কারণে মামলার নিষ্পত্তি হয়নি। এবার অবশেষে শুনানি হতে চলেছে বলে জোর আলোচনা শুরু হয়েছে।