বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিহারা শিক্ষকরা এবার আইনি লড়াইয়ে আরও একধাপ এগোতে চলেছেন। তাঁদের দাবি—প্রকাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর OMR শিটের ‘মিরর ইমেজ’। পাশাপাশি যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের অবিলম্বে বরখাস্ত করার আবেদনও জানানো হবে দেশের সর্বোচ্চ আদালতে।
দিল্লির পথে চাকরিহারাদের প্রতিনিধিদল
সোমবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল। তাঁদের নেতৃত্বে রয়েছেন শিক্ষক সুমন বিশ্বাস। জানা গেছে, দিল্লি পৌঁছেই তাঁরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করবেন এবং আইনজীবীদের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন।
চাকরিহারা পক্ষের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছেন, রাজ্য সরকার কোনো সদুত্তর দিচ্ছে না। তাই বাধ্য হয়েই দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে হচ্ছে।
কী দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাঁরা?
চাকরিহারাদের মূল দুটি দাবি—
1. OMR শিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক, যাতে বোঝা যায় কারা প্রকৃতভাবে পরীক্ষা দিয়েছে এবং কারা নয়।
2. অযোগ্য প্রার্থীদের বরখাস্ত করে প্রকৃত মেধাভিত্তিক নিয়োগের পথ খুলে দেওয়া হোক।
চাকরিহারা শিক্ষকদের কথায়, “একটা অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। অথচ প্রকৃত দোষীরা বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে।”
সুপ্রিম কোর্টে বড় কোনও মোড়?
এই মামলা যদি সুপ্রিম কোর্ট গ্রহণ করে এবং শুনানির জন্য ওঠে, তাহলে গোটা রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় মোড় আসতে পারে বলেই মনে করছেন অনেকেই। রাজনৈতিকভাবেও এর প্রভাব পড়তে পারে আগামী দিনে।
তবে চাকরিহারা শিক্ষকরা আশাবাদী—আদালতে তাঁদের যুক্তি ও তথ্য প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার মিলবেই।