আজ ২৫ মে রোববার সকাল থেকেই কলকাতায় গুমোট গরম অনুভূত হবে। আজ আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে সূর্যের তাপ থাকবে বেশ প্রখর। তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভোরের দিকে একটু হালকা হাওয়া বইলেও সকাল গড়াতেই সেই আরাম যেন উধাও হয়ে যাবে।
দুপুরের পর বাড়বে ঘাম ঝরানো গরম
দুপুরের দিকে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকায় গরম অনুভূত হবে আরও বেশি। শরীর ক্লান্ত লাগতে পারে, বিশেষ করে যাঁরা বাইরে কাজ করেন, তাঁদের জন্য পরিস্থিতি বেশ কষ্টকর হবে।
বিকেল থেকে বাড়বে দুর্যোগের আশঙ্কা
আবহাওয়া দফতর জানাচ্ছে, বিকেলের দিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কলকাতাতেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কীভাবে সতর্ক থাকবেন?
- দিনে যতটা সম্ভব বাড়ির ভেতরেই থাকুন।
- বাইরে গেলে সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট।
- পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
- যারা বয়স্ক বা হৃদরোগী, তাদের জন্য আজকের আবহাওয়া চাপের হতে পারে—সতর্ক থাকুন।
আজ বাইরে যাওয়ার আগে সকালের আকাশ দেখে বেরোন। যদি রাত্রে বৃষ্টি হয়, তবে সকালে রাস্তায় জলজট বা ট্রাফিকের সমস্যাও হতে পারে। তাই কিছুটা সময় হাতে রেখেই প্রস্তুতি নেওয়াই ভালো।