TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

বাংলায় পা রাখার আগেই রাজনীতির পারদ চরমে! মোদীর সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার সভাকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে। তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি জবাব, গ্যাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চাকরিহারা শিক্ষকদের সঙ্গে মোদীর সম্ভাব্য সাক্ষাৎ—সকল দিক থেকে নজর এখন এই রাজ্যসভায়।

Debapriya Nandi Sarkar

পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখার আগেই তীব্র রাজনৈতিক সংঘাতের আগুন জ্বালিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে রাজ্য রাজনীতির নজর এখন একটাই—প্রধানমন্ত্রী মোদীর ভাষণ এবং তার রাজনৈতিক বার্তা। গত বিধানসভা নির্বাচনের প্রভাব স্পষ্ট করতে মোদী জানিয়েছেন, তিনি বাংলার মানুষকে তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সতর্ক করবেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

তৃণমূলের পাল্টা জবাব: কেন্দ্রের হাজার কোটি বকেয়া আটকে রেখেছে বিজেপি সরকার

প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাবে তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। তারা প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গের ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার ন্যায্য বকেয়া আটকে রেখেছে। তাদের পোস্টে, পরিযায়ী পাখির সঙ্গে বিজেপির পদ্মফুলের ছবি দিয়ে টুইট করা হয়েছে, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

চাকরিহারা শিক্ষকদের সঙ্গে মোদীর দেখা?

রাজনৈতিক মহল বলছে, মমতার সরকারকে চাপে ফেলার জন্য বিজেপি চাইছে কয়েকজন চাকরিহারা শিক্ষককে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি অনুমোদন মেলেনি।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

১০১০ কোটি টাকার গ্যাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী

অধিক খবর অনুযায়ী, মোদী আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করে ১০১০ কোটি টাকার নগর গ্যাস সরবরাহ (সিজিডি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর রাজনৈতিক সভায় এই প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি তৃণমূল সরকারের উন্নয়ন কাজ নিয়ে নিজের ঢাক পেটাবেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক উত্তেজনা ঊর্ধ্বমুখী, নির্বাচনী রণক্ষেত্র গরম হচ্ছে

আলিপুরদুয়ার রাজনৈতিক জমজমাট এই দিনটিতে দুই শিবিরের পাল্টাপাল্টি হিংস্রতা ও উত্তেজনা তীব্র হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে মোদীর সভা নিয়ে বাংলার রাজনীতিতে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।