কলকাতার বিকাশ ভবনের সামনে ১৩ দিন ধরে জোরালো আন্দোলন করছে চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি মেটানোর জন্য তারা রাস্তায় নেমেছেন, কিন্তু এই প্রতিবাদের মধ্যে পুলিশি হস্তক্ষেপ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আন্দোলনে আক্রান্ত অনেক শিক্ষক হাসপাতালে ভর্তি, যদিও সরকার দাবি করেছে কারও বেতন বন্ধ হয়নি। কিন্তু তবুও পরিস্থিতি যে অনেকটাই উত্তপ্ত, তা স্পষ্ট।
মমতার স্পষ্ট বার্তা: আন্দোলনের অধিকার আছে, তবে…
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, “আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু একটা লক্ষ্মণরেখা আছে।” তিনি জানান, আন্দোলনের অধিকার সবার আছে, তবে অন্যদের অধিকার ক্ষুণ্ন করা বা রাস্তাঘাট বন্ধ করে দেওয়া কখনোই কাম্য নয়। আন্দোলন করার সময় মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেললে সেটি গ্রহণযোগ্য নয়।
আইনের পথে লড়াই করার আহ্বান
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার।” রাজ্য সরকার ইতিমধ্যে কোর্টে রিভিউ পিটিশন দিয়েছে এবং কোর্টের সিদ্ধান্ত মেনে চলার কথা বলেছে। তিনি আন্দোলনকারীদের অনুরোধ করেন, দাবিগুলো আইনের মাধ্যমে তুলে ধরুন। সরকার আইনি সহায়তায় সবরকম সাহায্য করবে বলেও আশ্বাস দেন।
মানবিকতার কথা ভুলে যাওয়া চলবে না
মমতা বন্দ্যোপাধ্যায় এক অন্তঃসত্ত্বা শিক্ষকের কথা উল্লেখ করে মানবিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, দীর্ঘ সময় আটকে রাখা হলে মানুষ কতটা বিপদে পড়তে পারেন, সেটি আমাদের বুঝতে হবে। মানবিকতা ও সম্মান বজায় রেখে আন্দোলন চালানোর ওপর তিনি জোর দেন। পাশাপাশি, শিক্ষকদের রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজসেবা করার অনুরোধ করেন।