TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মমতার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক চিঠি ফাঁস! কে রণজিৎ ঘোষ? কৌস্তভ বাগচীর পোস্টে ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজেপি নেতা কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্টে উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন সংক্রান্ত প্রশ্ন। রণজিৎ ঘোষকে বিয়ে ও সন্তানসম্ভবতা নিয়ে চাঞ্চল্যকর দাবি।

Debapriya Nandi Sarkar

সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও হামলার পরে ভারতের “অপারেশন সিঁদুর”-কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের জনসভা থেকে “অপারেশন বাংলা”-র ডাক ওঠে। তার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন, “মোদী নিজের স্ত্রীকে সিঁদুর দেন না কেন?”

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

এই মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে শুরু হয় প্রবল বিতর্ক। বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে “ব্যক্তিগত আক্রমণ” হিসেবে তুলে ধরা হয়। এরপরই বিজেপি নেতা কৌস্তভ বাগচী একটি ফেসবুক পোস্ট করেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোড়ন।

বইয়ের চিঠি ঘিরে বিতর্ক: রণজিৎ ঘোষ ও মমতার সম্পর্ক নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবার নিজের ফেসবুক প্রোফাইলে কৌস্তভ বাগচী তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক কুমার ঘোষের লেখা বই “The Goddesses That Failed”-এর সপ্তম অধ্যায় থেকে একটি চিঠির ছবি পোস্ট করেন। চিঠির ভাষ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও আইনজীবী রণজিৎ ঘোষের বিয়ে হয়েছিল বলেই দাবি করা হয়। শুধু তাই নয়, তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

সন্তানসম্ভবা হওয়ার দাবি, গর্ভপাত নিয়েও প্রশ্ন

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সন্তানসম্ভবা হয়েছিলেন। এমনকি, কিছু বন্ধু এবং চিকিৎসকের সহায়তায় একটি ব্যক্তিগত ক্লিনিকে গর্ভপাতও করানো হয়েছিল বলেও তোলা হয়েছে অভিযোগ। যদিও এই বিষয়গুলো সম্পূর্ণরূপে মমতার ব্যক্তিগত, রাজনৈতিক মহলে এই প্রকাশ্যে আনা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

AIIMS-এ ‘ভার্জিনিটি টেস্ট’ করানোর দাবি, বিস্ফোরক মন্তব্য দীপক ঘোষের

চিঠির সবচেয়ে বিতর্কিত অংশে দীপক ঘোষ দাবি করেন, ভবিষ্যতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এসব তথ্য অস্বীকার করতে না পারেন, সেইজন্য তিনি যেন দিল্লির AIIMS-এ গিয়ে “ভার্জিনিটি টেস্ট” করান। কৌস্তভ বাগচী সেই চিঠি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।”

তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া: “নিচু স্তরের রাজনীতি”

এই পোস্ট সামনে আসতেই শাসক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যখন রাজনৈতিক মেরুকরণে সুবিধা করতে পারে না বিজেপি, তখন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ শুরু করে। এরা রাজনীতির ন্যূনতম শালীনতা বোঝে না।” অন্যদিকে, শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এভাবে অ্যাটাক করলে দীপক ঘোষের বই ছাপিয়ে রাজ্যজুড়ে বিলি করা হবে।”

কৌশলী আক্রমণ, নাকি সীমা লঙ্ঘন?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে আঘাত করতেই বিজেপির কৌশল এই ধরনের পোস্ট ছড়ানো। আবার অনেকের মতে, একজন নারী নেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে এমন প্রশ্ন তোলা রাজনৈতিক শালীনতার সম্পূর্ণ পরিপন্থী।

“TO EVERY ACTION THERE IS AN EQUAL AND OPPOSITE REACTION”

I am hereby posting an extract from Chapter 7 of a book on…

Posted by Koustav Bagchi-Official on Thursday, May 29, 2025

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।