TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

রথযাত্রায় দিঘা মুখো যাত্রীর ঢল! চাপ সামলাতে বাড়ানো হল ট্রেন পরিষেবা

রথযাত্রার সময়ে পর্যটকদের ভিড় সামলাতে ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত পাঁশকুড়া-দিঘা রুটে চালু হল বিশেষ ট্রেন পরিষেবা। অতিরিক্ত ট্রেন ছাড়াও পরিবহন বিভাগ নিয়েছে নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা।

Debapriya Nandi Sarkar

দিঘায় জগন্নাথ ধামের রথযাত্রাকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামার আশঙ্কায় আগেভাগেই উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেল ও পরিবহন বিভাগ। অতিরিক্ত ভিড় সামলাতে ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত পাঁশকুড়া-দিঘা রুটে বাড়ানো হল ট্রেনের সংখ্যা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

নতুন ট্রেন, নতুন সময়সূচি

এই সময়কালে চালু করা হয়েছে একজোড়া বিশেষ লোকাল ট্রেন— ০৮১১৭/০৮১১৮। প্রতিদিন একবার চলবে এই ট্রেন, সকাল ৭টায় পাঁশকুড়া থেকে ছাড়বে এবং ৯টা ২০ মিনিট নাগাদ পৌঁছবে দিঘায়। ফিরে আসবে সকাল ৯টা ৩০ মিনিটে, এবং পাঁশকুড়ায় পৌঁছবে ১১টা ৫০ মিনিটে। পাশাপাশি, পূর্বে চালু থাকা ০৮১১৯ ট্রেনের সময়সূচিতেও আনা হয়েছে সাময়িক পরিবর্তন। ২৫ জুন থেকে এটি দুপুর ১২টা ১৫ মিনিটে পাঁশকুড়া থেকে ছেড়ে দিঘায় পৌঁছবে, এবং দুপুর ২টা ৫০ মিনিটে দিঘা থেকে ফিরবে।

ভিড় সামলাতে প্রস্তুতি রেলের

দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, দিঘা রথযাত্রা উপলক্ষে টিকিটের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে টাম্রলিপ্তা এক্সপ্রেসের ওয়েটিং লিস্ট ইতিমধ্যেই ১০০-র বেশি ছাড়িয়েছে। পরিস্থিতি বিবেচনায় রেখেই অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভ্রমণকারীদের গন্তব্যে পৌঁছাতে সমস্যা না হয়। শুধু ট্রেন নয়, রথযাত্রা উপলক্ষে রাজ্য পরিবহন দফতরও নিচ্ছে একাধিক পদক্ষেপ। দিঘা এবং সংলগ্ন এলাকায় সাময়িক বাসস্ট্যান্ড তৈরি করা হচ্ছে, যাতে ট্রাফিক ও যাত্রীদের চলাচলে সহায়ক হয়। টোটোর সংখ্যা সীমিত করা, অতিরিক্ত ভাড়া রোধ, এবং লাইসেন্সবিহীন পরিবহন নিয়ন্ত্রণেও কড়া নজর রাখা হচ্ছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ভবিষ্যতের চাপ সামলাতে সমন্বিত উদ্যোগ

স্থানীয় প্রশাসন, পুলিশ, পরিবহন দফতর ও রেল কর্তৃপক্ষ একত্রে কাজ করছে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না তৈরি হয়। পর্যটকদের আরামদায়ক যাত্রা এবং দিঘায় সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জুন-জুলাইয়ে রথযাত্রার সময় দিঘা হয়ে ওঠে ভ্রমণপ্রেমীদের অন্যতম গন্তব্য। এবার সেখানে নতুন মন্দির উদ্বোধনের জেরে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। সেই পরিস্থিতি মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিয়েছে রেল ও প্রশাসন। অতিরিক্ত ট্রেন এবং পরিবহন সংক্রান্ত নানা ব্যবস্থায় যাত্রীরা এবার কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।