TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

২৬ হাজার চাকরি বাতিলের ঝড়ে বিপাকে রাজ্য, তার মধ্যেই এল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SSC’র!

পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় ঘিরে রাজ্য জুড়ে হইচই। এর মধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC। বিস্তারিত পড়ুন এখানে।

Debapriya Nandi Sarkar

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক অভাবনীয় মোড়—কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে জানিয়ে দেয়, ২৬ হাজারের বেশি উচ্চ প্রাথমিক শিক্ষক যাঁরা ২০১৬ সালের TET পরীক্ষার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন, তাঁদের চাকরি বাতিল করা হল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় ‘প্রচণ্ড অনিয়ম’ হয়েছে, এবং তা আইনসম্মত নয়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

এই রায় প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায়। হাজার হাজার চাকরিপ্রাপ্ত শিক্ষক ও তাঁদের পরিবার যেন এক নিমেষেই ভবিষ্যৎহীনতায় ভুগতে থাকেন।

রাজ্যজুড়ে বিক্ষোভ, প্রতিবাদ, আর্তনাদ

এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। চাকরিচ্যুত শিক্ষকরা রাস্তায় নেমে আসেন। রাজ্যের শিক্ষাভবন ও জেলা শিক্ষা দপ্তরের সামনে শুরু হয় ধর্না ও অবস্থান বিক্ষোভ। অনেকেই কাঁদতে কাঁদতে বলছেন, “আমরা তো নির্দোষ। কেন আমাদের শাস্তি?” ছাত্ররাও দিশেহারা। স্কুলে শিক্ষকের অভাব দেখা দিয়েছে। কোনও কোনও স্কুলে একাধিক শ্রেণির দায়িত্ব একা এক শিক্ষক সামলাচ্ছেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া: “যাঁরা কাজ করছেন, তাঁরা থাকবে”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যাঁরা কয়েক বছর ধরে স্কুলে নিয়মিত পড়াচ্ছেন, তাঁদের আমরা একদিনে সরাতে পারি না। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব।” পাশাপাশি তিনি এও বলেন, “চাকরি যারা পাবে না তাদের জন্য নতুন বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে।”

আদালতের নির্দেশেই নতুন নিয়োগের পথে SSC

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী, আজ ৩০ মে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) উচ্চ প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নতুন করে যারা শিক্ষক হতে চান, তাঁদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ হলেও, চাকরি হারানো হাজার হাজার শিক্ষক-কর্মীর চোখে এটি যেন ‘আশা ও আশঙ্কার’ এক মিশ্র প্রতিচ্ছবি।

নিয়োগ বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু কী?

নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:

  • পদের নাম: Assistant Teacher (Upper Primary)
  • প্রার্থীদের থাকতে হবে NCTE অনুমোদিত শিক্ষা প্রশিক্ষণ (D.El.Ed / B.Ed)।
  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
  • আবেদন হবে শুধুমাত্র অনলাইনে।
  • আবেদন শুরুর তারিখ SSC অফিসিয়াল ওয়েবসাইটে শীঘ্রই জানানো হবে।

আবেদনকারীদের জন্য কিছু সতর্কতা

  • সমস্ত নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে।
  • একাধিকবার আবেদন করা যাবে না।
  • আবেদনপত্র জমা দেওয়ার পর তা সংশোধনের সুযোগ নাও থাকতে পারে।

নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে—এবার আর কোনও অনিয়ম সহ্য করা হবে না বলেই আশ্বাস দিচ্ছে কমিশন।

নতুন বিজ্ঞপ্তি: একদিকে আশার আলো, অন্যদিকে দগদগে ক্ষত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার ও SSC নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইলেও, বাস্তব পরিস্থিতি অনেক জটিল। ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়ে রাজপথে, তাঁদের অনিশ্চয়তা আর হতাশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছাত্রদের শিক্ষার ক্ষতিও।

এই নিয়োগ বিজ্ঞপ্তি হয়তো নতুনদের জন্য সুযোগের দরজা খুলছে, কিন্তু যারা ইতিমধ্যেই বছর পাঁচেক কাজ করার পর হঠাৎ চাকরি হারালেন, তাঁদের জন্য এই খবর আরও যন্ত্রণাদায়ক।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।