TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

‘জঙ্গল রাজ’-এর অভিযোগ! সোনাগাছির কর্মীদের সঙ্গে পুলিশের তুলনা করে বিতর্কে সুকান্ত মজুমদার

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক। পুলিশের তুলনা করেন সোনাগাছির কর্মীদের সঙ্গে, বলেন ‘জঙ্গল রাজ’ চলছে। পাল্টা জবাব তৃণমূলের।

Debapriya Nandi Sarkar

এক বিস্ফোরক মন্তব্য করে ফের রাজ্য রাজনীতির কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি রাজ্য পুলিশের ভূমিকা সোনাগাছির যৌনকর্মীদের সঙ্গে তুলনা করে বসেন। তাঁর এই বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ছড়িয়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কী বলেছেন সুকান্ত?

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, “আজ পশ্চিমবঙ্গের পুলিশ যেন সেই সোনাগাছির কর্মীদের মতো, যাঁরা বাধ্য হন যা বলা হয় তা-ই করতে।” তাঁর মতে, রাজ্যের প্রশাসন পুলিশকে কার্যত ‘নিষ্ক্রিয়’ করে রেখেছে, যেখানে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরছে আর সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

‘জঙ্গল রাজ’-এর অভিযোগ

এই মন্তব্যেই থেমে থাকেননি মজুমদার। তিনি বলেন, “এটা এখন আর গণতন্ত্র নয়, এটা একপ্রকার ‘জঙ্গল রাজ’, যেখানে সন্ত্রাসীরা স্বাধীন আর প্রশাসন নির্বাক দর্শক।” তাঁর প্রশ্ন, “যদি পুলিশই জনগণের সুরক্ষার গ্যারান্টি দিতে না পারে, তবে দায়ভার কার ওপর?”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া

তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে কড়া ভাষায় নিন্দা করেছে। দলের এক মুখপাত্র বলেন, “যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা মহিলাদের জন্য অবমাননাকর এবং অত্যন্ত অসম্মানজনক।” তৃণমূলের দাবি, এটি শুধুমাত্র রাজ্য পুলিশকে অপমান নয়, বরং সমাজের একটি বিশেষ শ্রেণিকেও হেয় করার চেষ্টায় ব্যবহার করা হয়েছে।

রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

এই মন্তব্য সামনে আসার পর থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে বিবৃতি ও পাল্টা-বিবৃতির লড়াই শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, লোকসভা ভোটের মুখে ইস্যু তৈরি করতেই ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

আইন-শৃঙ্খলার বাস্তবতা

উল্লেখ্য, রাজ্যে একাধিক এলাকায় চুরি, ছিনতাই, খুন, ধর্ষণের মতো অপরাধমূলক ঘটনার সংখ্যা সম্প্রতি বেড়েছে বলেই বিরোধীদের দাবি। সুকান্ত সেই পরিস্থিতিকেই হাতিয়ার করে সরকারকে আক্রমণ শানিয়েছেন। তবে রাজ্য সরকার বারবার দাবি করেছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে

 

এটা একজন জনপ্রতিনিধির ভাষা? বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে ভাষা ব্যবহার করছেন, তা অত্যন্ত ঘৃণ্য ও নিম্নরুচির।

পুলিশকে অপমান করতে গিয়ে তিনি যৌনকর্মীদের কাজকে শুধু বিদ্রুপই করলেন না, সেই সঙ্গে বিজেপির বিকৃত মানসিকতাকেও তুলে ধরলেন। এটা শুধু নারীবিদ্বেষ নয়, এটা রাজনীতির নামে নোংরামি। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ক্ষমা চান সুকান্ত মজুমদার!

Posted by All India Trinamool Congress on Saturday, June 21, 2025

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।