সাতসকালে হঠাৎ এক বিকট শব্দ। টিটাগড় পুরসভার একটি আবাসনে আচমকা বিস্ফোরণ। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি, তবে কয়েক মুহূর্ত পর জানা যায় যে একটি ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে, এবং যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে, সেটি তৃণমূল কাউন্সিলর স্বর্ণালী দাসের।
কাউন্সিলরের ফ্ল্যাটেই বিস্ফোরণ!
যে ফ্ল্যাট থেকে বিস্ফোরণের শব্দ আসে, সেটি স্বর্ণালী দেবীর নিজস্ব। ঘটনার সময় তিনি এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য ফ্ল্যাটেই ছিলেন বলেই খবর। তবে কেউ হতাহত হননি, যদিও বিস্ফোরণের তীব্রতায় জানলার কাঁচ ভেঙে পড়ে, দেওয়ালেও ফাটল দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কীভাবে বিস্ফোরণ? তদন্তে পুলিশ
এই বিস্ফোরণ স্বাভাবিক, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ইতিমধ্যেই ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে, তবে রাজনৈতিক যোগও একেবারে উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।
রাজনৈতিক উত্তেজনা? সন্দেহ উড়ছে না
যেহেতু ঘটনার কেন্দ্রে একজন শাসকদলের কাউন্সিলরের বাসস্থান, তাই এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে টিটাগড়ে। তবে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।