দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শনিবার সকালে ঘটল এক বিভীষিকাময় ঘটনা, যা শুনলে গায়ে কাঁটা দেয়। পারিবারিক বিবাদের জেরে দেওর নিজের বৌদিকে কুপিয়ে হত্যা করে এবং তাঁর কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় হেঁটে বেরোতে থাকে। ভরতগড়ের ৬ নম্বর এলাকায় ঘটে এই নারকীয় খুন।
চোখের সামনে রক্তাক্ত মাথা, হতভম্ব বাসিন্দারা
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ এক যুবককে রক্তমাখা জামা গায়ে, হাতে নারীর কাটা মাথা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও পরে চিত্রটি স্পষ্ট হতে শুরু করে। আতঙ্কিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
পুলিশের দ্রুত পদক্ষেপ, গ্রেপ্তার অভিযুক্ত
খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল। কিন্তু এমন নারকীয় পরিণতি কেউ কল্পনাও করেননি। মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
তদন্ত শুরু, কী কারণে এমন নৃশংসতা?
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুন পূর্বপরিকল্পিত নাকি মুহূর্তের রাগের বহিঃপ্রকাশ, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এলাকায় শোক ও আতঙ্ক, নজরে পুলিশি টহল
ঘটনার পর গোটা ভরতগড় এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এক বাক্যে জানিয়েছেন, এরকম ভয়ঙ্কর ঘটনা আগে কখনও দেখেননি।