দু’সপ্তাহের চরম দাবদাহের পর রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার থেকেই রাজ্যের ১৩টি জেলায় শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে থাকবে দমকা হাওয়া ও ঝোড়ো ঝড়ের দাপট।
কলকাতায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি, কিন্তু…
আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯.২ ডিগ্রি। যদিও আবহাওয়াবিদদের পূর্বাভাস, তাপমাত্রায় বড়সড় পরিবর্তন না হলেও সপ্তাহজুড়ে স্বস্তি আনবে কালবৈশাখী।
দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা
আজই দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এইসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
তাপপ্রবাহ কমছে না, কিন্তু থাকবে বৃষ্টি
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এখনই রেহাই নেই তাপপ্রবাহ থেকে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে চরম দুর্যোগ, জারি কমলা সতর্কতা
আজ থেকেই উত্তরবঙ্গে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সাতদিন জুড়েই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে।