ভারতের সোনা ও রূপো আমদানির নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে, ১ মে ২০২৫ থেকে নির্দিষ্ট কিছু শর্তে এই মূল্যবান ধাতুগুলির আমদানি নিয়ন্ত্রিত হবে।
আরবের সঙ্গে চুক্তিতে সংশোধন
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে থাকা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতেও কিছু বদল আনা হচ্ছে। ২০২৫ সালের বাজেট অনুযায়ী কাস্টমস ট্যারিফে যেসব পরিবর্তন এসেছে, এই নীতি সেই অনুযায়ী তৈরি হয়েছে।
নতুন নিয়মে কী কী থাকছে?
নতুন নির্দেশিকা অনুযায়ী, সোনা, রূপো এবং প্ল্যাটিনামের আমদানি করতে গেলে সংশোধিত এইচএস কোড ব্যবহার করতে হবে। পাশাপাশি স্পষ্ট জানাতে হবে, কে বা কারা এই ধাতুগুলি আমদানি করতে পারবে।
এছাড়া কেন্দ্র আইটিসি ২০২২-এর তফসিল ১-এর (চ্যাপ্টার ৭১) আওতায় আমদানির শর্তাবলীতে পরিবর্তন আনছে। যা মার্চে পেশ হওয়া অর্থ আইন ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কাদের হাতে থাকবে আমদানির অনুমতি?
সরকার জানিয়েছে, শুধু RBI অনুমোদিত মনোনীত সংস্থা, ডিজিএফটি এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জের মাধ্যমে আইএফএসসিএ অনুমোদিত জুয়েলার্সরাই এই ধাতু আমদানি করতে পারবেন।
মূলত ‘অ্যাকচুয়াল ইউজার’ তথা ব্যবহারকারী নিজে, নির্দিষ্ট লাইসেন্স সহ সোনা আমদানি করতে পারবেন। তবে রূপো ও প্ল্যাটিনামের ক্ষেত্রে বিশুদ্ধতার নির্দিষ্ট শর্ত মেনে আমদানি করতে হবে। অনুমোদিত সংস্থার মাধ্যমেই তা হবে।
দামে প্রভাব পড়বে?
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নিয়মে সোনা বা রূপোর দামে বড় কোনও পরিবর্তন আসার সম্ভাবনা নেই। নিয়ম মূলত আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তৈরি হয়েছে।