TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ভারতীয় সেনার গোপন ওয়েবসাইটে হানা! পাক হ্যাকারদের চক্রান্ত ভেস্তে দিল ভারত

ভারতীয় সেনার ওয়েবসাইটে চুপিসারে হানা পাকিস্তানের হ্যাকারদের, লক্ষ্য ছিল গোপন তথ্য চুরি! শেষমেশ সেনার সাইবার টিমের হাতে ধরা পড়ল চক্রান্ত। পড়ুন চমকে দেওয়া তদন্ত রিপোর্ট।

Debapriya Nandi Sarkar

ভারতীয় সেনার ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টা করল পাকিস্তান। যদিও সময়মতো তৎপরতা দেখিয়ে সেই চেষ্টাকে ভেস্তে দিল ভারতীয় সেনার সাইবার টিম। সেনা সূত্রে খবর, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের berাপরিচিত হ্যাকার গোষ্ঠী ‘IOK হ্যাকার’। তবে স্বস্তির খবর, কোনও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়নি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

পর্যটক হত্যার ঘটনার পর প্রতিশোধের ছক?

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বর্বর হামলার দায় ভারতের দিকে ঠেলে দিতে চায় পাকিস্তান। ঘটনার পর গোটা দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। সামরিকভাবে প্রতিহত করতে না পেরে, এবার সাইবার আক্রমণের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করল পাকিস্তান। কিন্তু ভারতের শক্তিশালী সাইবার প্রতিরক্ষা সে চেষ্টায় জল ঢেলে দিয়েছে।

সেনার শিক্ষামূলক ও কল্যাণমূলক ওয়েবসাইট লক্ষ্য

সূত্রের দাবি, পাকিস্তান এইবার সেনার মূল ন্যাশনাল নেটওয়ার্কে আঘাত হানার চেষ্টা করলেও সফল হয়নি। এরপর তারা লক্ষ্যবস্তু করে কিছু জনকল্যাণমূলক ও শিক্ষামূলক ওয়েবসাইট, যা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত। হ্যাকাররা সেখান থেকে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

তদন্তে মিলেছে চারটি আলাদা হামলার চেষ্টা

ভারতীয় সাইবার বিশেষজ্ঞদের তদন্তে উঠে এসেছে অন্তত চারটি আলাদা হ্যাকিং চেষ্টার ঘটনা। শ্রীনগর ও রানিখেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাক করে সেখানে উসকানিমূলক বার্তা দিতে চেয়েছিল হ্যাকাররা। তাছাড়া, আর্মি ওয়েলফেয়ার হাউসিং অর্গানাইজেশন এবং ভারতীয় বিমান বাহিনীর প্লেসমেন্ট পোর্টালেও হানা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

সেনার তৎপরতায় রক্ষা পেল গোপন তথ্য

ভারতের সাইবার টিম জানিয়েছে, এই হামলাগুলি পাকিস্তান থেকেই পরিচালিত হয়েছে এবং যথাসময়ে তা ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ফলে কোনও ধরনের তথ্য ফাঁস হয়নি, পরিষেবাও ব্যাহত হয়নি। মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, পাকিস্তানের এই অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সাইবার আক্রমণের প্রেক্ষিতে ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলি সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। সরকারি ওয়েবসাইট ব্যবহার করার সময় ভুয়া পপ-আপ, লিঙ্ক বা সন্দেহজনক ইমেল এড়াতে বলা হয়েছে।