প্যান কার্ড এখন শুধু বড়দের জন্য নয়, শিশুদের জন্যও তৈরি করা যাচ্ছে। অনেকেই জানেন না, নাবালক সন্তানদের নামেও প্যান কার্ড বানানো সম্ভব। বিশেষ করে যদি সন্তানের নামে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে এই নথিটি বাধ্যতামূলক, কারণ আধার কার্ডের মতোই আজকের দিনে প্যান কার্ড হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কর সংক্রান্ত যেকোনো কাজে এটি প্রয়োজনীয়।
অনলাইনে কীভাবে বানাবেন শিশুর প্যান কার্ড
শিশুর প্যান কার্ড বানাতে আর অফিসে ছুটোছুটি করার দরকার নেই। ঘরে বসেই কয়েকটি ধাপে আবেদন করা যায়:
- প্রথমে NSDL-এর ওয়েবসাইটে যেতে হবে।
- “New PAN” অপশনে গিয়ে “Indian Citizen” এবং “Individual” সিলেক্ট করতে হবে।
- এরপর শিশুর নাম, জন্মতারিখসহ সমস্ত তথ্য এবং অভিভাবকের তথ্য পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করুন।
- নির্ধারিত ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।
- যাচাইয়ের পর, প্যান কার্ড হাতে পাবেন — চাইলেই ফিজিক্যাল এবং ডিজিটাল ফর্মে।
অফলাইনে আবেদন করতে চাইলে কী করবেন?
- অফিসিয়াল সাইট থেকে Form 49A ডাউনলোড করে প্রিন্ট করুন।
- শিশুর দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগান।
- নথিপত্রের সঙ্গে ফর্ম পূরণ করে নিকটবর্তী NSDL অফিসে জমা দিন।
- যাচাইয়ের পর, নির্ধারিত ঠিকানায় প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে।
কোন কোন নথি লাগবে?
পরিচয়ের প্রমাণ: শিশুর অভিভাবকের আধার, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বা ভোটার কার্ড।
ঠিকানার প্রমাণ: আধার কার্ড, পোস্ট অফিসের পাসবুক, সম্পত্তির দলিল, অথবা আবাসিক শংসাপত্র।
অভিভাবকের ঠিকানা ও পরিচয়ের প্রমাণপত্র।