TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মাত্র ৭৯৯৯ টাকায় ৫০০০mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোন! লঞ্চ করেই হইচই ফেলে দিল Lava

মাত্র ৭৯৯৯ টাকায় Lava নিয়ে এল নতুন 5G স্মার্টফোন Shark! ৫০০০mAh ব্যাটারি, দুর্দান্ত লুকস ও শক্তিশালী পারফরম্যান্সে বাজারে বাজিমাত করল এই বাজেট ফোন।

Debapriya Nandi Sarkar

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে ফের বড় ধামাকা দিল দেশীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা Lava। মাত্র ৭৯৯৯ টাকায় ৫০০০mAh ব্যাটারির 5G স্মার্টফোন লঞ্চ করে টেকপ্রেমীদের চমকে দিয়েছে কোম্পানিটি। ‘Lava Shark 5G’ নামের এই নতুন মডেল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

দুর্দান্ত লুকস ও শক্তিশালী পারফরম্যান্স

নতুন Lava Shark 5G স্মার্টফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz। পারফরম্যান্সের দায়িত্বে রয়েছে ৬nm ভিত্তিক Unisoc T765 অক্টা কোর প্রসেসর। রয়েছে ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২GB পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি রয়েছে অতিরিক্ত ৪GB ভার্চুয়াল RAM–এর সুবিধাও।

ক্যামেরা ও ব্যাটারি—দু’দিকেই চমক

ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার পাশাপাশি অন্যতম আকর্ষণ এই ফোনের ব্যাটারি। Lava Shark 5G-তে রয়েছে ৫০০০mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও বক্সে মিলবে ১০W চার্জার। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যুক্ত করা হয়েছে এই ফোনে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

দাম ও রঙের ভ্যারিয়েন্ট

মাত্র একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে Lava Shark 5G—৪GB RAM এবং ৬৪GB স্টোরেজ। ফোনটি পাওয়া যাবে স্টেলার ব্লু ও স্টেলার গোল্ড এই দুটি আকর্ষণীয় রঙে। ফোনের সঙ্গে থাকছে ১ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিও।

কোথায় কিনবেন?

এই স্মার্টফোন কিনতে পারবেন Lava-র নিজস্ব ই-স্টোর এবং বিভিন্ন রিটেল আউটলেট থেকে। বাজেটের মধ্যে 5G অভিজ্ঞতা পেতে চাইলে, Lava Shark 5G নিঃসন্দেহে একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।