দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায় দিনের আলোয় ঘটে গেল ভয়াবহ ডাকাতি। মঙ্গলবার দুপুরে ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ ঢুকে পড়ে তিনজন সশস্ত্র দুষ্কৃতী। কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যায় প্রায় ৪০ লক্ষ টাকার সোনা। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।
হঠাৎই দোকানে হানা, বন্দুকের দেখিয়ে লুট!
প্রত্যক্ষদর্শীদের কথায়, দুপুর প্রায় ১টা নাগাদ ঘটনাটি ঘটে। ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ তখন কিছু ক্রেতা ছিলেন। হঠাৎই বাইকে করে আসে তিনজন মুখ ঢাকা যুবক। দোকানে ঢুকেই আগ্নেয়াস্ত্র বের করে সকলকে ভয় দেখাতে থাকে। কর্মীদের বন্দুক দেখিয়ে কাউন্টার খুলতে বাধ্য করে তারা।
দোকান মালিক জানান, ‘‘দুষ্কৃতীরা খুব পেশাদার। যেন সব কিছু আগেভাগেই পরিকল্পনা করে রেখেছিল। কাউকে আঘাত না করেই ভয় দেখিয়ে যা কিছু সোনা ছিল, সব নিয়ে বাইকে করে চম্পট দেয়। সবকিছু ঘটেছে মাত্র কয়েক মিনিটের মধ্যে।’’
উধাও ৪০ লক্ষ টাকার সোনা, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
দোকান থেকে ঠিক কত পরিমাণ সোনা লুট হয়েছে, তা এখনও হিসেব করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান, প্রায় ৪০ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দোকানে লাগানো সিসিটিভি-তে পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দুষ্কৃতীদের গতিবিধি, পোশাক, ব্যবহৃত বাইকের নম্বর থেকে তাদের পরিচয় খোঁজার চেষ্টা চলছে। ফরেনসিক টিমও ঘটনাস্থলে পৌঁছেছে।
ব্যস্ত বাজার এলাকায় দিনে-দুপুরে এমন ঘটনা, প্রশ্ন নিরাপত্তা নিয়ে
এই ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এলাকার মধ্যে অন্যতম ব্যস্ত চত্বর চম্পাহাটি বাজার। দিনের বেলায়, লোকজনের চলাফেরার মধ্যে এইভাবে অস্ত্র নিয়ে ঢুকে পড়া ও বিপুল পরিমাণ সোনা লুট— স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার উপরে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘‘আমরা ভেবেছিলাম দিনে দিনে নিরাপত্তা বাড়ছে। কিন্তু আজ যা দেখলাম, তাতে মনে হচ্ছে, চোর-ডাকাতরা আর কিছুই ভয় পায় না।’’
পুলিশের দাবি- খুব তাড়াতাড়িই ধরা পড়বে অভিযুক্তরা
ঘটনার পরেই চম্পাহাটির বিভিন্ন এলাকা চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। আশপাশের রাস্তাঘাটে নাকা চেকিংও চলছে। তদন্তকারীরা আশাবাদী, সিসিটিভি ফুটেজ, দোকানের কর্মীদের বয়ান এবং স্থানীয় বাসিন্দাদের তথ্যের উপর ভিত্তি করেই খুব তাড়াতাড়ি ধরা যাবে দুষ্কৃতীদের।
দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘এই ঘটনার দ্রুত তদন্ত চলছে। একাধিক টিম গঠন করা হয়েছে। দুষ্কৃতীদের গতিবিধি নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।’’
দিনের আলোয় জনবহুল বাজার এলাকায় এভাবে সোনা লুটের ঘটনা শুধু চম্পাহাটি নয়, গোটা দক্ষিণ ২৪ পরগনাবাসীকেই চমকে দিয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই সাধারণ মানুষের মনে আতঙ্কও ছড়িয়ে পড়েছে। এখন দেখার, কত তাড়াতাড়ি পুলিশের হাতে ধরা পড়ে এই ভয়াবহ ঘটনার নেপথ্যে থাকা মুখগুলো।