হুগলির চন্দননগরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বুধবার গভীর রাতে গরেরধার এলাকার এক বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলেন—বাবলু ঘোষ (৬২), তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ (৪৬) ও তাঁদের কিশোরী মেয়ে পৌষালি ঘোষ (১৩)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দুটো নাগাদ বাড়ি থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা সন্দেহে পুলিশে খবর দেন। চন্দননগর থানার পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের নিথর দেহ উদ্ধার করে।
রহস্য ঘনীভূত, ট্যাংরা-কসবার ঘটনার পুনরাবৃত্তি?
ট্যাংরা ও কসবার মতো ঘটনার স্মৃতি উসকে দিয়েছে চন্দননগরের এই ঘটনা। ঠিক কীভাবে মৃত্যু হল ওই তিনজনের, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যা হতে পারে, যদিও খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্টে মিলবে রহস্যের জবাব
মৃতদেহগুলি চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া
একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে মুখিয়ে রয়েছেন এলাকাবাসী। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।