দেগঙ্গার কার্তিকপুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে চার দিন আগে রান্নার গ্যাস সিলিন্ডার আসে। প্রথমে সব স্বাভাবিক থাকলেও কয়েকদিনের মধ্যেই রান্নার সময় হঠাৎ বন্ধ হয়ে যায় ওভেন। প্রথমে মনে করা হয়েছিল টেকনিক্যাল কোনো সমস্যা, কিন্তু পরে যা ধরা পড়ে, তাতে হতবাক সকলে।
পরীক্ষা করতেই বেরোল রহস্য
গ্যাস সার্ভিসিংয়ের লোকজন এসে সিলিন্ডার পরীক্ষা করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—সিলিন্ডারের মধ্যে গ্যাস নয়, রয়েছে জল! ঘটনাটি জানাজানি হতেই চাপে পড়ে যায় স্থানীয় গ্যাস সংস্থা ও ডিলার।
সাব ডিলার বললেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে’
পরিবারটি সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটর বা সাব-ডিলারকে। তিনি প্রথমে হতবাক হলেও পরে বলেন, “আমরা ঘটনাটি ইতিমধ্যেই সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। তদন্ত করে দেখা হবে কোথায় ত্রুটি ঘটেছে।”
এলাকায় আতঙ্ক, প্রশ্ন সরবরাহ ব্যবস্থাপনাকে ঘিরে
এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের প্রশ্ন—এভাবে যদি একাধিক বাড়িতে জলভরা সিলিন্ডার পৌঁছে যায়, তাহলে বড়সড় বিপদ হতে কতক্ষণ? অনেকেই আশঙ্কা করছেন, এ শুধু টেকনিক্যাল ভুল নয়, হয়তো চক্রবদ্ধ কোনও দুর্নীতির ফল।
সরকারি তদন্ত ও নজরদারির দাবি
স্থানীয়দের একাংশ দাবি করছেন, গ্যাস সংস্থাগুলির বিরুদ্ধে কড়া নজরদারি ও নিয়মিত তদন্ত জরুরি। কারণ এই ধরনের ঘটনা শুধু আর্থিক নয়, জীবনহানিরও কারণ হতে পারে।