এখন গরমের সময় দীঘার সমুদ্র সৈকতে মানুষের ভিড় বেড়ে যায়। একদিকে প্রচণ্ড তাপদাহ, অন্যদিকে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে সামুদ্রিক ঠাণ্ডায়। এই সুযোগে বহু পর্যটক ছুটে যান সমুদ্রস্নানে। কিন্তু গভীর জলে যাওয়ার আগে সাবধান হওয়া খুব জরুরি।
গৌর মাইতির সঙ্গে ঘটে গেলো ভয়ঙ্কর ঘটনা
দক্ষিণেশ্বরের গৌর মাইতি গত মঙ্গলবার পরিবারের সঙ্গে দীঘায় গিয়েছিলেন একটু বিশ্রামের জন্য। গরমে শরীর ঠাণ্ডা করতে সমুদ্রে নামেন। তবে ভালো মতো সাবধান না হওয়ায় ঢেউয়ের ধাক্কায় তিনি হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ। পরিস্থিতি তখন খুবই সংকটাপন্ন হয়ে ওঠে।
নুলিয়াদের সাহসিকতায় বাঁচল প্রাণ
সেই সময় নুলিয়ার দল সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে গৌরবাবুকে উদ্ধার করতে। মাঝ সমুদ্র থেকে টেনে বের করে তাঁকে পরিবারের হাতে তুলে দেয় তারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে গৌরবাবু সুস্থ আছেন।
প্রশাসনের বার্তা: সতর্ক থাকুন, বিপদ এড়ান
বিভিন্ন জায়গায় পর্যটক বেশি হওয়ায় গভীর জলে নামার প্রবণতা বাড়ছে। প্রশাসন বার বার সতর্ক করছে, খুব গভীরে না যান, নিজের নিরাপত্তা নিয়ে সচেতন থাকুন। তবু কেউ কেউ এই সতর্কতাকে অবজ্ঞা করে বিপদে পড়ছেন।
ভবিষ্যতে কী হবে?
গৌরবাবু জানান, তিনি পরিবারের সঙ্গেই সুস্থ আছেন। এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্য সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন। আর প্রশাসনও পর্যটকদের নিরাপত্তায় আরও কঠোর হতে চলেছে।