মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকা। একেবারে শান্তিপূর্ণ দিন। লিচুবাগানে ছায়া ঘেরা রাস্তায় কেউ টুকটাক কাজে ব্যস্ত, কেউ বা নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ একাধিক গুলির শব্দ! মানুষ বুঝে ওঠার আগেই এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন। এলাকা মুহূর্তে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়।
রক্তাক্ত দেহ দেখে ছুটে এলেন স্থানীয়রা
স্থানীয় বাসিন্দারা প্রথমে ভাবতেই পারেননি কী ঘটেছে। কিন্তু সামনে গিয়ে দেখেন—একজন যুবক পড়ে রয়েছেন মাটিতে, শরীর থেকে গলগল করে বেরোচ্ছে রক্ত। তাঁর গায়ে একাধিক গুলির চিহ্ন। কোনওরকমে তাঁকে তুলে স্থানীয়রা নিয়ে যান মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
যুবকের অবস্থা সংকটজনক, চলছে চিকিৎসা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের শরীরে গুরুতর জখম হয়েছে। তাঁর রক্তপাত অনেক বেশি হয়েছে এবং অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে চিকিৎসকেরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে বাঁচানোর জন্য। তবে এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।
কেন এই গুলি? রহস্যে মোড়া গোটা ঘটনা
পুলিশ সূত্রে খবর, কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। এলাকায় কোনও পুরনো শত্রুতার কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা মোজমপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী।
তদন্তে নেমেছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে CCTV
পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের থেকেও তথ্য নেওয়া হচ্ছে। কেউ কোনও অজানা ব্যক্তি বা সন্দেহজনক গাড়ি দেখেছেন কি না, তাও জানার চেষ্টা চলছে।
ফের গুলি মালদায়, প্রশ্ন নিরাপত্তা ঘিরে
এই ঘটনাটি মালদায় সাম্প্রতিক সময়ে আরও একবার গুলির শব্দ শোনার ঘটনা হিসেবে চিহ্নিত হল। এর আগেও কয়েকবার দুষ্কৃতীদের বেপরোয়া গুলিচালনার খবর সামনে এসেছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে—এইভাবে দিনের আলোয় যদি গুলি চলে, তবে নিরাপত্তা কোথায়?